Lottery News: মাত্র ৭০ টাকা! কীভাবে বদলে দিল সুতির রাজমিস্ত্রির জীবন? জেনে নিন বিস্তারি

Last Updated:

Lottery News: দশ বছর ধরে টানা লটারির নেশা। অবশেষে এল খুশির দিন। এক টিকিটেই হল বাজিমাত। ভাবতে পারেননি এভাবে বদলে যাবে জীবন। কিন্তু ভাগ্যের লিখন খণ্ডাবে কে।

লটারি হাতে আতিকুল সামাদ ও তার পরিবার
লটারি হাতে আতিকুল সামাদ ও তার পরিবার
জঙ্গিপুর, তন্ময় মন্ডল: দশ বছর ধরে টানা লটারির নেশা। অবশেষে এল খুশির দিন। এক টিকিটেই হল বাজিমাত। ভাবতে পারেননি এভাবে বদলে যাবে জীবন। কিন্তু ভাগ্যের লিখন খণ্ডাবে কে। তাই এখন সুতির ইসলামপুরে খুশির ঝড়। মাত্র ৭০ টাকার লটারি টিকিট কেটে ১ কোটি টাকার পুরস্কার জিতে নিলেন পেশায় রাজমিস্ত্রি আতিকুল সামাদ। প্রায় দশ বছর ধরে লটারি কাটলেও কখনও এত বড় পুরস্কার পাননি তিনি। অবশেষে আজকে ভাগ্যের চাকা ঘুরে গেল তাঁর পক্ষে।
কেউ বিনিয়োগ করেন শেয়ার মার্কেটে, কেউ টাকা রাখেন মিউচুয়াল ফান্ডে। কিন্তু, লটারি কেটেই রাতারাতি বড়লোক হয়ে গেলেন মুর্শিদাবাদের রাজমিস্ত্রি। মাত্র ৭০ টাকার লটারির টিকিট কেটে কোটিপতি হয়ে গেলেন মুর্শিদাবাদের সুতির রাজমিস্ত্রি আতিকুল সামাদ। খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে ছুটে আসেন। গোটা ঘটনা খুলে বলেন বাড়ির সকলের কাছে। খুশির জোয়ারে ভেসে যায় গোটা পরিবার।
advertisement
আতিকুল সামাদ জানিয়েছেন,পুরস্কার জিতেছি ভাল লাগছে। ১০ বছর ধরে আমি টিকিট কাটছি। এক কোটি টাকার পুরস্কার জিতব এটা আশা করিনি। এই অর্থ তিনি প্রথমে ঘরবাড়ির কাজ এবং ছেলে-মেয়ের পড়াশোনার খরচে ব্যবহার করবেন। হঠাৎ এমন পুরস্কার পাওয়ায় তাঁর পরিবার ও প্রতিবেশীদের মধ্যেও আনন্দের ঢেউ বয়ে গেছে।
advertisement
advertisement
আতিকুলের দাদা উচ্ছ্বাসের সঙ্গে বলেন, “আমার ভাই এক কোটি টাকা পেয়েছে, আমরা খুবই খুশি। এ যেন ঈশ্বরের আশীর্বাদ।” লটারির সংবাদ আসতেই ইসলামপুর জুড়ে এখন একটাই আলোচনা ৭০ টাকার লটারিতে কপাল খুলে গেল আতিকুল সামাদের।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lottery News: মাত্র ৭০ টাকা! কীভাবে বদলে দিল সুতির রাজমিস্ত্রির জীবন? জেনে নিন বিস্তারি
Next Article
advertisement
December 2025 Horoscope: রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?
  • রাশিফল ডিসেম্বর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement