কেউ বিনিয়োগ করেন শেয়ার মার্কেটে, কেউ টাকা রাখেন মিউচুয়াল ফান্ডে। কিন্তু, লটারি কেটেই রাতারাতি বড়লোক হয়ে গেলেন মুর্শিদাবাদের রাজমিস্ত্রি। মাত্র ৭০ টাকার লটারির টিকিট কেটে কোটিপতি হয়ে গেলেন মুর্শিদাবাদের সুতির রাজমিস্ত্রি আতিকুল সামাদ। খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে ছুটে আসেন। গোটা ঘটনা খুলে বলেন বাড়ির সকলের কাছে। খুশির জোয়ারে ভেসে যায় গোটা পরিবার।
advertisement
আতিকুল সামাদ জানিয়েছেন,পুরস্কার জিতেছি ভাল লাগছে। ১০ বছর ধরে আমি টিকিট কাটছি। এক কোটি টাকার পুরস্কার জিতব এটা আশা করিনি। এই অর্থ তিনি প্রথমে ঘরবাড়ির কাজ এবং ছেলে-মেয়ের পড়াশোনার খরচে ব্যবহার করবেন। হঠাৎ এমন পুরস্কার পাওয়ায় তাঁর পরিবার ও প্রতিবেশীদের মধ্যেও আনন্দের ঢেউ বয়ে গেছে।
আতিকুলের দাদা উচ্ছ্বাসের সঙ্গে বলেন, “আমার ভাই এক কোটি টাকা পেয়েছে, আমরা খুবই খুশি। এ যেন ঈশ্বরের আশীর্বাদ।” লটারির সংবাদ আসতেই ইসলামপুর জুড়ে এখন একটাই আলোচনা ৭০ টাকার লটারিতে কপাল খুলে গেল আতিকুল সামাদের।






