North 24 Parganas News: জ্বলজ্বল করছিল! ট্রাকের ভিতরে ছিল প্রায় আড়াই কেজি! সীমান্তে উদ্ধার ৩ কোটি টাকারও বেশি সোনা

Last Updated:

Truck Gold: একটি ট্রাক থেকে ২০টি সোনার বিস্কুট উদ্ধার করে এবং দুই ভারতীয় চোরাকারবারীকে গ্রেফতার করে। জব্দ সোনার মোট ওজন ২৩৩২.৮৪৫ গ্রাম , যার আনুমানিক মূল্য ৩ কোটি ২ লাখ টাকারও বেশি। 

ট্রাক সহ পাচারকারী বিএসএফের হাতে<br>
ট্রাক সহ পাচারকারী বিএসএফের হাতে<br>
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: ভারত–বাংলাদেশ সীমান্তে ৩ কোটি টাকারও বেশি সোনাসহ দুই চোরাকারবারী গ্রেফতার বিএসএফের বড় সাফল্য। ভারত–বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে আবারও বড় সফলতা পেয়েছে বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের ১০২ নম্বর ব্যাটালিয়ন। গোপন সূত্রের ভিত্তিতে ঘোজাডাঙ্গা সীমান্ত চৌকির জওয়ানরা এদিন একটি ট্রাক থেকে ২০টি সোনার বিস্কুট উদ্ধার করে এবং দুই ভারতীয় চোরাকারবারীকে গ্রেফতার করে। জব্দ সোনার মোট ওজন ২৩৩২.৮৪৫ গ্রাম , যার আনুমানিক মূল্য ৩ কোটি ২ লাখ টাকারও বেশি।
এ দিন বিএসএফ জওয়ানদের কাছে গোপনসুত্রে খবর আসে যে বাংলাদেশ থেকে চোরাচালান করা সোনা একটি ট্রাকে করে সোনা পাচারের চলেছে। খবরের ভিত্তিতে বাড়ান হয় নজরদারি। কিছুক্ষণের মধ্যেই সন্দেহভাজন ট্রাকটি ঘোজাডাঙ্গা চেকপোস্টে আসে। তল্লাশি চালিয়ে ট্রাকের কেবিনে চতুরতার সঙ্গে লুকোনো একটি প্যাকেট উদ্ধার হয়, যার ভিতরেই পাওয়া যায় সোনার বিস্কুটগুলি। জওয়ানরা সঙ্গে সঙ্গে ট্রাকচালক ও তার সহযোগীকে আটক করে।
advertisement
advertisement
ধৃত দু’জন উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তারা জানায় , স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক ও চালক হিসেবে কাজ করে এবং এক অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে সোনা তুলে দিয়েছিল। চেকপোস্ট পার হওয়ার পর অন্য একজনের হাতে তা তুলে দেওয়ার কথা ছিল, যার বিনিময়ে কিছু অর্থ পাওয়ার চুক্তি ছিল। তবে সীমান্তে সতর্ক নজরদারির জালে পড়ে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়। জব্দকৃত সোনা, ট্রাক এবং দুই অভিযুক্তকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দফতরে হস্তান্তর করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: জ্বলজ্বল করছিল! ট্রাকের ভিতরে ছিল প্রায় আড়াই কেজি! সীমান্তে উদ্ধার ৩ কোটি টাকারও বেশি সোনা
Next Article
advertisement
December 2025 Horoscope: রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?
  • রাশিফল ডিসেম্বর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement