TRENDING:

East Bardhaman News: পূর্ব বর্ধমানের আউশগ্রামের কাজু পাড়ি দিচ্ছে দিঘায়, লক্ষ্মীলাভ স্থানীয়দের

Last Updated:

East Bardhaman News: পূর্ব বর্ধমান জেলার মধ্যেও রয়েছে কাজু বাদামের জঙ্গল। পূর্ব বর্ধমানের আউশগ্রামের জঙ্গলে রয়েছে প্রায় একশত কাজু বাদাম গাছ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: বর্ধমানের কাজু পৌঁছে যাচ্ছে দিঘা। সকলেই জানি যে পূর্ব মেদিনীপুরের কাজু বাদামের এক আলাদা খ্যাতি রয়েছে। তবে এবার সেই পূর্ব মেদিনীপুরেই কাজু যাচ্ছে বর্ধমান থেকে। শুনতে কিছুটা অবাক লাগলেও আদতে এটাই সত্যি। পূর্ব বর্ধমান জেলার মধ্যেও রয়েছে কাজু বাদামের জঙ্গল। পূর্ব বর্ধমানের আউশগ্রামের জঙ্গলে রয়েছে প্রায় একশত কাজু বাদাম গাছ। তবে আউশগ্রামের জঙ্গলের মধ্যে ছড়িয়ে থাকা এক একর জমির কাজু গাছ থেকে প্রতিদিন কুড়িয়ে নেওয়া হচ্ছে কাঁচা কাজুবাদাম। তারপর স্থানীয়রা সেই কাজু বিক্রি করছেন দিঘা থেকে আসা মহাজনদের কাছে। স্থানীয় বাসিন্দা অর্চনা কর্মকার বলেন, “আমরা এখান থেকে কাজু বাদাম কুড়িয়ে মহাজনদের বিক্রি করি। ১ কেজি বাদাম বিক্রি করে দাম পাই ১৫ টাকা।”
advertisement

আউশগ্রামে কাজু কেনার জন্য প্রতিবছর আসেন দিঘা ও কাঁথি এলাকার ব্যবসায়ীরা। তাঁরা এখান থেকে একমাসে প্রায় ৮ থেকে ১০ কুইন্টাল পর্যন্ত কাজু সংগ্রহ করে গাড়ি করে নিয়ে যান দিঘায়। সেখানেই আছে তাঁদের মেশিন, সেখানে কাজু প্রসেসিং হয় এবং বাজারে তারপর সেই কাজু চড়া দামে বিক্রি হয়। দিঘার বাসিন্দা খুকুমণি বিবি বলেন, “দিঘা থেকে আউশগ্রামে এসেছি কাজু বাদাম কেনার জন্য। একমাস থেকে কাজু বাদাম কিনে গাড়ি করে নিয়ে চলে যায়। এই কাজু ওখানে নিয়ে গিয়ে বিক্রি করি।”

advertisement

আরও পড়ুন: ভারত-পাক সংঘাতের আবহে বন্ধ হয়েছে রফতানি! সমস্যায় পূর্ব বর্ধমানের লিচু চাষিরা

আউশগ্রামে এই এতবড় একটা কাজুবাদামের জঙ্গল থাকা সত্ত্বেও যেন লক্ষ্মীলাভের সুযোগ হারাচ্ছে বহু মানুষ। স্থানীয়দের মধ্যে অনেকেই জানিয়েছেন যদি এই কাজু গাছকে কেন্দ্র করে একটা ছোট্ট কাজু প্রসেসিং ইউনিট তৈরি করা হয় তাহলে তাদের মধ্যে অনেকেই এখানে কাজের সুযোগ পাবেন। এই বিষয়ে আউশগ্রাম বিট অফিসার তাপস মাহাতো বলেন, “আমাদের এখানে আগে টেন্ডারের মাধ্যমে কাজু সংগ্রহ হত। এখন আর সেটা হয় না। স্থানীয়রাই গাছ থেকে কুড়িয়ে বিক্রি করেন। তবে প্রসেসিং ইউনিট গড়ার বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে। তাঁরা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।”

advertisement

View More

আরও পড়ুন: গাছে ঝুলে পেল্লাই সাইজের ‘ফোর কিলো’ আম! বর্ধমানের নার্সারিতে ভিড় করছেন বহু মানুষ!

আউশগ্রামের মাটি কাজুবাদাম চাষের জন্য আদর্শ। তবে এখনও এই বিষয়ে নেওয়া হয়নি কোনও সরকারি বা বেসরকারি উদ্যোগ। আউশগ্রামের স্থানীয় মানুষের একটাই দাবি, এখানে একটি কাজুবাদাম হাব গড়ে উঠুক। এতে যেমন গ্রামীণ মহিলাদের আয়ও হবে সেরকম এলাকার অর্থনৈতিক পরিকাঠানারও উন্নতি হবে। আউশগ্রামের কাজুবাদাম এখন স্থানীয়রা সংগ্রহ করে বিক্রি করে দিচ্ছেন মহাজনদের কাছে। এতে স্থানীয়রা স্বল্প কিছু পয়সা পাচ্ছেন। তবে একটা মোটা অংকের টাকা লাভ করেন মহাজনরা। কিন্তু বর্তমানে বনদফতরের কোনও লাভ থাকছে না। আউশগ্রামের কাজু চলে যাচ্ছে অন্যত্র। কিন্তু যদি এখানেই তৈরি করা হয় কাজু প্রসেসিং ইউনিট তাহলে হয়ত উপকৃত হবেন এলাকার বহু মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: পূর্ব বর্ধমানের আউশগ্রামের কাজু পাড়ি দিচ্ছে দিঘায়, লক্ষ্মীলাভ স্থানীয়দের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল