সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদেই লুটিয়ে পড়েন কাদির। ছেলেকে এই অবস্থায় দেখে প্রাণের মায়া ভুলে তাকে বাঁচাতে ছুটে যান তার বাবা তোদবীর আলম (৪৫)। কিন্তু তিনিও বিদ্যুতের প্রবল শকের কবলে পড়ে গুরুতর আহত হন। পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন এবং দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।
advertisement
আরও পড়ুন: জঙ্গলমহলে গজরাজের প্রত্যাবর্তন, দু’দশকে হাতির সংখ্যায় অবিশ্বাস্য লাফ! তথ্য দেখে চমকে যাবেন
স্থানীয় সূত্রে জানা যায়, কাদির হোসেনকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাবা তোদবীর আলমকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা ওমরপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অল্প বয়সে কাদির হোসেনের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার পরিজনরা ভেঙে পড়েছেন। স্থানীয় বাসিন্দারা বৈদ্যুতিক তারের এমন বিপজ্জনক অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।






