Mango: গাছে ঝুলে পেল্লাই সাইজের 'ফোর কিলো' আম! বর্ধমানের নার্সারিতে ভিড় করছেন বহু মানুষ!
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
নার্সারিতেই বর্তমানে এই আম রয়েছে। আম দেখতে নার্সারিতে ভিড়ও জমাচ্ছেন অনেকেই।
পূর্ব বর্ধমান: আমের সাইজ এতটাই বড় যে অনেকেই ডাব ভেবে ভুল করছেন। তবে কাছে গিয়ে দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে আম গাছে ধরে রয়েছে একটা পেল্লাই সাইজের আম। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে ‘উপবন’ নামে একটি নার্সারি রয়েছে। সেই নার্সারিতেই বর্তমানে এই আম রয়েছে। আম দেখতে নার্সারিতে ভিড়ও জমাচ্ছেন অনেকেই।
নার্সারির কর্ণধারের সঙ্গে কথা বলে জানা গিয়েছে এই আমটির নামই হল ‘ফোর কিলো’। অর্থাৎ এক একটা আমের ওজন হতে পারে চার কেজি! এই বিষয়ে নার্সারির কর্ণধার গোলাম মুরতাজা জানিয়েছেন, “ফলন পরিমাণে কম হয়, তবে আমরা খেয়ে দেখেছি স্বাদ বেশ ভাল। এখন যেটা ধরে আছে সেটারই ওজন প্রায় এক থেকে দেড় কেজি। তবে চার কিলো হবে কিনা জানিনা।”
advertisement
advertisement
ফোর কিলো ছাড়াও এই নার্সারিতে বিভিন্ন প্রজাতির বিদেশি আম গাছের চারা রয়েছে। এক একটা গাছে ধরে রয়েছে বিভিন্ন ধরনের আম। তবে এই চার কেজি আম এখন নজর কাড়ছে অনেকেরই। নার্সারিতে গাছ কিনতে এসে অবাকও হচ্ছেন বহু মানুষ। কেউ কেউ আবার এই আমের সঙ্গে ছবিও তুলছেন। সেরকমই নার্সারিতে এসে শুভময় সামন্ত বলেন, “এই নার্সারির নাম অনেক শুনেছি। একবার ঘুরে দেখতে এসেছিলাম। তবে এই আম দেখে অবাক হলাম। প্রথমে ভেবেছিলাম ডাব ধরেছে হয়ত। সাইজ বেশ বড় রয়েছে।”
advertisement
বাড়িতে ছাদ বাগান থাকলে এই ফোর কিলো আম গাছ বসিয়ে সৌন্দর্য আরও বাড়িয়ে তুলতে পারেন । বর্তমানে আড়াইশো টাকা থেকে শুরু করে আড়াই হাজার টাকা দামের গাছও পাওয়া যাচ্ছে।
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 16, 2025 2:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mango: গাছে ঝুলে পেল্লাই সাইজের 'ফোর কিলো' আম! বর্ধমানের নার্সারিতে ভিড় করছেন বহু মানুষ!

