Mango: গাছে ঝুলে পেল্লাই সাইজের 'ফোর কিলো' আম! বর্ধমানের নার্সারিতে ভিড় করছেন বহু মানুষ! 

Last Updated:

নার্সারিতেই বর্তমানে এই আম রয়েছে। আম দেখতে নার্সারিতে ভিড়ও জমাচ্ছেন অনেকেই।

চার কেজি আম 
চার কেজি আম 
পূর্ব বর্ধমান: আমের সাইজ এতটাই বড় যে অনেকেই ডাব ভেবে ভুল করছেন। তবে কাছে গিয়ে দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে আম গাছে ধরে রয়েছে একটা পেল্লাই সাইজের আম। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে ‘উপবন’ নামে একটি নার্সারি রয়েছে। সেই নার্সারিতেই বর্তমানে এই আম রয়েছে। আম দেখতে নার্সারিতে ভিড়ও জমাচ্ছেন অনেকেই।
নার্সারির কর্ণধারের সঙ্গে কথা বলে জানা গিয়েছে এই আমটির নামই হল ‘ফোর কিলো’। অর্থাৎ এক একটা আমের ওজন হতে পারে চার কেজি! এই বিষয়ে নার্সারির কর্ণধার গোলাম মুরতাজা জানিয়েছেন, “ফলন পরিমাণে কম হয়, তবে আমরা খেয়ে দেখেছি স্বাদ বেশ ভাল। এখন যেটা ধরে আছে সেটারই ওজন প্রায় এক থেকে দেড় কেজি। তবে চার কিলো হবে কিনা জানিনা।”
advertisement
advertisement
ফোর কিলো ছাড়াও এই নার্সারিতে বিভিন্ন প্রজাতির বিদেশি আম গাছের চারা রয়েছে। এক একটা গাছে ধরে রয়েছে বিভিন্ন ধরনের আম। তবে এই চার কেজি আম এখন নজর কাড়ছে অনেকেরই। নার্সারিতে গাছ কিনতে এসে অবাকও হচ্ছেন বহু মানুষ। কেউ কেউ আবার এই আমের সঙ্গে ছবিও তুলছেন। সেরকমই নার্সারিতে এসে শুভময় সামন্ত বলেন, “এই নার্সারির নাম অনেক শুনেছি। একবার ঘুরে দেখতে এসেছিলাম। তবে এই আম দেখে অবাক হলাম। প্রথমে ভেবেছিলাম ডাব ধরেছে হয়ত। সাইজ বেশ বড় রয়েছে।”
advertisement
বাড়িতে ছাদ বাগান থাকলে এই ফোর কিলো আম গাছ বসিয়ে সৌন্দর্য আরও বাড়িয়ে তুলতে পারেন । বর্তমানে আড়াইশো টাকা থেকে শুরু করে আড়াই হাজার টাকা দামের গাছও পাওয়া যাচ্ছে।
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mango: গাছে ঝুলে পেল্লাই সাইজের 'ফোর কিলো' আম! বর্ধমানের নার্সারিতে ভিড় করছেন বহু মানুষ! 
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement