জামালপুরে শুক্রবার শুরু হয় মহাপ্রসাদ প্যাকেটিং ও বিতরণের কাজ। জামালপুর ১ ও ২ পঞ্চায়েত এলাকার সেলিমাবাদ সমবায়, হালারা দুর্গাতলা, পুলমাথা সংলগ্ন অঞ্চল, কিশলয় ও বেত্রাগর এলাকায় মহাপ্রসাদ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থ সারথী দে, জয়েন্ট বিডিও রুন্দ্রেন্দু নন্দী, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন ও পঞ্চায়েত সদস্যরা।
advertisement
বিডিও জানান, আজ প্রায় ৪০৭০ জনের হাতে মহাপ্রসাদ তুলে দেওয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে ব্লকের প্রায় ৬৩ হাজার পরিবার এই প্রসাদ পাবেন। মেহেমুদ খাঁন একে মুখ্যমন্ত্রীর এক অনন্য উদ্যোগ বলে উল্লেখ করেন। তিনি বলেন, যাঁরা দিঘায় উপস্থিত থাকতে পারেননি, তাঁরাও যেন ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত না হন, সেই কারণেই এই উদ্যোগ।
মুখ্যমন্ত্রীকে তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এই উদ্যোগে রাজ্যজুড়ে ধর্মীয় আবেগের সঙ্গে সামাজিক সংহতির বার্তাও পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের ঘরে ঘরে।
বনোয়ারীলাল চৌধুরী






