TRENDING:

East Bardhaman News: দুয়ারে রেশনেই জগন্নাথের মহাপ্রসাদ! পূর্ব বর্ধমানের জামালপুরে শুরু বিতরণ

Last Updated:

পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে শুক্রবার থেকে শুরু হল জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে শুক্রবার থেকে শুরু হল জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দিঘায় নির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনে রাজ্যবাসীর হাতে এই মহাপ্রসাদ পৌঁছে দেওয়ার নির্দেশ আসে। সেই অনুযায়ী, দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি পরিবারে এই প্রসাদ পৌঁছে দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রসাদ বিতরণ 
প্রসাদ বিতরণ 
advertisement

জামালপুরে শুক্রবার শুরু হয় মহাপ্রসাদ প্যাকেটিং ও বিতরণের কাজ। জামালপুর ১ ও ২ পঞ্চায়েত এলাকার সেলিমাবাদ সমবায়, হালারা দুর্গাতলা, পুলমাথা সংলগ্ন অঞ্চল, কিশলয় ও বেত্রাগর এলাকায় মহাপ্রসাদ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থ সারথী দে, জয়েন্ট বিডিও রুন্দ্রেন্দু নন্দী, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন ও পঞ্চায়েত সদস্যরা।

advertisement

আরও পড়ুন: দিন-রাত ফোনে কথা, অ্যাকাউন্টে ছিল ৯৯,৬৫,৪৭,৯৩৮ টাকা! কীভাবে কোটিপতি হলেন এই ব‍্যক্তি জানেন? অবশেষে পাকড়াও

বিডিও জানান, আজ প্রায় ৪০৭০ জনের হাতে মহাপ্রসাদ তুলে দেওয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে ব্লকের প্রায় ৬৩ হাজার পরিবার এই প্রসাদ পাবেন। মেহেমুদ খাঁন একে মুখ্যমন্ত্রীর এক অনন্য উদ্যোগ বলে উল্লেখ করেন। তিনি বলেন, যাঁরা দিঘায় উপস্থিত থাকতে পারেননি, তাঁরাও যেন ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত না হন, সেই কারণেই এই উদ্যোগ।

advertisement

View More

আরও পড়ুন: চাল, গমের ড্রামে ফেলে দিন ২ টাকার এই সাদা জিনিস! একটা পোকাও থাকবে না, ফাঙ্গাসেরও বংশ ধ্বংস, সারাবছর ভাল থাকবে

মুখ্যমন্ত্রীকে তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এই উদ্যোগে রাজ্যজুড়ে ধর্মীয় আবেগের সঙ্গে সামাজিক সংহতির বার্তাও পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের ঘরে ঘরে।

সেরা ভিডিও

আরও দেখুন
মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য সুখবর! এবার বিনামূল্যে টিউশনি-পড়াশুনা বারাসাতে
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: দুয়ারে রেশনেই জগন্নাথের মহাপ্রসাদ! পূর্ব বর্ধমানের জামালপুরে শুরু বিতরণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল