প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের পড়াশোনার সুযোগ করে দেওয়া হবে। এলাকার স্বনামধন্য শিক্ষক-শিক্ষিকারা এই ক্লাসে পাঠদান করবেন। ড. কাকলি ঘোষ দস্তিদার জানান, এই উদ্যোগের লক্ষ্য, আর্থিক কারণে যেন কোনও মেধাবী ছাত্র-ছাত্রী পিছিয়ে না পড়ে। কারণ শিক্ষায় সমাজ পরিবর্তনের মূল চাবিকাঠি।
advertisement
পরিকল্পনা অনুযায়ী, প্রতি রবিবার উত্তর ২৪ পরগনার বারাসাত গভর্নমেন্ট কলেজে একটি করে ক্লাস নেওয়া হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। আগামী দিনে এই প্রকল্প আরও লাভ করবে বলেও আশা প্রকাশ করেন সাংসদ। আইএএস ও আইপিএস এর পড়ার জন্যও জেলার ছাত্র-ছাত্রীদের সুবিধা করে দিতে পরিকাঠামো তৈরির পরিকল্পনা রয়েছে বলেও জানান।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকরা সাংসদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এই প্রকল্প বারাসাত ও আশেপাশের এলাকার বহু আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের নতুন করে স্বপ্ন দেখার সাহস দেখাবে। এখন দেখার বিষয়, এই উদ্যোগ কতটা বাস্তবে সাফল্য এনে দিতে পারে তার সঙ্গে শিক্ষাক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে কিনা।





