Jagadhatri Puja: কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর জৌলুস! নিরাপত্তা নিয়ে কোন ঝুঁকি নয়, ময়দানে নামলেন খোদ ডিআইজি

Last Updated:

Krishnanagar Jagadhatri Puja: জগদ্ধাত্রী পুজো উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশি বন্দোবস্ত খতিয়ে দেখতে মঙ্গলবার কৃষ্ণনগরে এলেন নদিয়া মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি সৈয়দ ওয়াকার রাজা। পুজোর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি কতটা নিখুঁত হয়েছে তা নিজে ঘুরে দেখলেন তিনি।

কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো
কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো
নদিয়া, সমীর রুদ্র: চন্দননগরের পাশাপাশি রাজ্যের আরও একটি শহরে জগদ্ধাত্রী পুজো বেশ ধুমধাম করে হয়। নদিয়া জেলার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোতেও রয়েছে বিরাট জৌলুস। মহারাজা কৃষ্ণচন্দ্র রায় এই শহরে জগদ্ধাত্রীর আরাধনা শুরু করেছিলেন। দুর্গাপুজোর মতোই থিম ও ঐতিহ্যের মেলবন্ধন দেখা যায় কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয়। বহু নাম করা পুজো কমিটি রয়েছে এখানে। কেবল নদিয়াই নয়, বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা ভিড় করেন ঠাকুর দেখতে। ফলে এই সময়ে শহরের নিরাপত্তা বেশ আঁটসাঁট রাখতে হয়। মঙ্গলবার এলাকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এলেন ডিআইজি (DIG)।
জগদ্ধাত্রী পুজো উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশি বন্দোবস্ত খতিয়ে দেখতে মঙ্গলবার কৃষ্ণনগরে এলেন নদিয়া মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি সৈয়দ ওয়াকার রাজা। পুজোর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি কতটা নিখুঁত হয়েছে তা নিজে ঘুরে দেখলেন ডিআইজি।
আরও পড়ুনঃ চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাচ্ছেন? বিবর্তনে ঠাসা ‘এই’ মণ্ডপটি মিস করবেন না, নাহলে পরে আফসোস হবে
এদিন দুপুরে তিনি প্রথমে কৃষ্ণনগর রাজবাড়ির মাঠ পরিদর্শনে যান। বিসর্জনের জন্য এলাকার সমস্ত প্রতিমাকে এখানেই নিয়ে আসা হয়। রাজবাড়ির থেকে ডিআইজি যান কৃষ্ণনগর চাষা পাড়ায়। বুড়িমা চত্বরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। সেখানে থেকে কদমতলা বিসর্জন ঘাট পরিদর্শনে যান। জগদ্ধাত্রী পুজো ঘিরে নিরাপত্তা নিয়ে কোন ঝুঁকি নিতে নারাজ ডিআইজি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagadhatri Puja: কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর জৌলুস! নিরাপত্তা নিয়ে কোন ঝুঁকি নয়, ময়দানে নামলেন খোদ ডিআইজি
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement