পুলিশের পরিচয় দিয়ে কফি খাইয়ে সর্বস্ব লুঠ নবদ্বীপে! অভিযোগ জানাতে গিয়ে চক্ষু চড়ক গাছ ব্যবসায়ীর!
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
আচ্ছন্ন অবস্থাতেই হাওড়া জি আর পি থানায় গেলে চক্ষু চড়ক গাছ হয়ে যায় তার। তিনি দেখেন যেই ব্যক্তি নিজেকে পুলিশের পরিচয় দিয়েছেন তার ছবি ঝুলছে পুলিশেরই 'ওয়ান্টেড' তালিকায়
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: পুলিশের পরিচয় দিয়ে কফি খাইয়ে সর্বস্ব লুঠ নবদ্বীপের এক ব্যবসায়ীর। অভিযোগ জানাতে গিয়ে চক্ষু চড়কগাছ তাঁর। পুলিশের ‘ওয়ান্টেড’ লিস্টে সেই ব্যক্তির ছবি। নবদ্বীপের প্রাচীন মায়াপুরের বাসিন্দা গৌর চন্দ্র হালদার গত ১৯ তারিখ ভোরবেলায় নবদ্বীপে বাড়ি ফেরার ট্রেন ধরার জন্য বসেছিলেন হাওড়া স্টেশনে।
অভিযোগ ঠিক সেই সময় একজন ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে গৌর বাবুর সঙ্গে কথা বলেন। সেই সময় ঐ ব্যাক্তির পরনে ছিল পুলিশের পোশাক, এরপর গৌরবাবুর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরন করেন ঐ ব্যক্তি, পরবর্তীতে গৌরবাবুকে কফির অফার করেন। গৌরবাবু সেই কফি খেতেই অজ্ঞান হয়ে যান। এরপর গৌরবাবুর সর্বস্ব লুঠ করে পালায় ঐ ব্যক্তি। এরপরেই গৌরবাবুর হুঁশ ফিরলে তিনি দেখেন ততক্ষণে বর্ধমানে পৌঁছে গিয়েছেন। অভিযোগ জানাতে তিনি প্রথমে যান বর্ধমান জিআরপি থানায়। সেখান থেকে তাকে পরামর্শ দেওয়া হয় হাওড়া জিআরপি থানায় অভিযোগ দায়ের করার জন্য।
advertisement
আরও পড়ুন: গ্রাম জুড়ে প্রাচীন শিবমন্দির, কোন জেলায় রয়েছে এই গ্রাম? ঘুরে আসুন ছোট্ট ছুটিতে
সেই আচ্ছন্ন অবস্থাতেই হাওড়া জি আর পি থানায় গেলে চক্ষু চড়কগাছ হয়ে যায় তার। তিনি দেখেন যেই ব্যক্তি নিজেকে পুলিশের পরিচয় দিয়েছেন তার ছবি ঝুলছে পুলিশেরই ‘ওয়ান্টেড’ তালিকায়। পরে খোঁজ নিয়ে জানা যায় ঐ ব্যক্তির বাড়ি চন্দননগরে নাম তাপস চক্রবর্তি। এই পুরো ঘটনায় অভিযোগ জানিয়েছেন তিনি লিখিত ভাবে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
October 28, 2025 9:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুলিশের পরিচয় দিয়ে কফি খাইয়ে সর্বস্ব লুঠ নবদ্বীপে! অভিযোগ জানাতে গিয়ে চক্ষু চড়ক গাছ ব্যবসায়ীর!
