Money Fraud: দিন-রাত ফোনে কথা, অ্যাকাউন্টে ছিল ৯৯,৬৫,৪৭,৯৩৮ টাকা! কীভাবে কোটিপতি হলেন এই ব্যক্তি জানেন? অবশেষে পাকড়াও
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Money Fraud: ২০০০ কোটি টাকার সাইবার প্রতারণার মামলার ঘটনা সামনে আসার পর থেকেই এই কাণ্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য দেশজুড়ে।
দিন দিন আরও বাড়ছে সাইবার প্রতারণা। নয়া ডিজিট্যাল অ্যারেস্ট থেকে শুরু করে চেনা ক্রেডিট কার্ডের ছক, প্রতারণার জাল ছড়ানো একাধিক ভাবে। সম্প্রতি তেমনই একটি প্রতারণার ঘটনা ঘটেছে রাজস্থানে। শ্রীগঙ্গানগরে ২০০০ কোটি টাকার সাইবার প্রতারণার মামলার ঘটনা সামনে আসার পর থেকেই এই কাণ্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য দেশজুড়ে। বিকানেরের খারডা, নাপাসার থেকে প্রধান অভিযুক্ত কৃষ্ণ শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ।
শ্রীগঙ্গানগর পুলিশ এই মামলায় বড় পদক্ষেপ নিয়ে একটি সাইবার অপরাধী নেটওয়ার্কের পর্দাফাঁস করেছে, যারা কর্ণাটক-সহ দেশের হাজার হাজার মানুষকে তাদের জালে ফেলে কোটি কোটি টাকা প্রতারণা করেছে। পুলিশ অভিযুক্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৯৯,৬৫,৪৭,৯৩৮ টাকার লেনদেনের রেকর্ড পেয়েছে।
advertisement
advertisement
গোপন সূত্রে পুলিশ খবর পায় কিছু লোক সাইবার প্রতারণার মাধ্যমে দেশজুড়ে বড় পরিমাণে টাকা আদায় করছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং বিকানেরের নাপাসার থানা এলাকার খারডা গ্রামে অভিযান চালিয়ে কৃষ্ণ শর্মাকে গ্রেফতার করে। তদন্তে জানা গিয়েছে, যে কৃষ্ণ শর্মার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৯৯.৬৫ কোটি টাকার লেনদেনের রেকর্ড রয়েছে, যা বিভিন্ন সাইবার প্রতারণার ঘটনার সঙ্গে যুক্ত। পুলিশ জানিয়েছে যে এই র্যাকেট বাংলার পাশাপাশি কর্ণাটক, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, গুজরাতেও রাজ্যে সক্রিয় ছিল, যেখানে হাজার হাজার মানুষ তাদের শিকার হয়েছেন।
advertisement
আরও পড়ুন: শুক্রের গোচরে তৈরি হবে শুভ মালব্য যোগ! জুনের শেষ সপ্তাহ থেকেই ৩ রাশির কপালে টাকার বৃষ্টি
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, এই সাইবার প্রতারণা র্যাকেট মানুষকে ভুয়া বিনিয়োগ পরিকল্পনা, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং মিথ্যা লাকি ড্রয়ের নামে প্রলুব্ধ করত। সূত্রের খবর, অভিযুক্তরা হোয়াটসঅ্যাপ কল, সোশ্যাল মিডিয়া এবং ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে মানুষকে তাদের জালে ফাঁসাত। কিছু ক্ষেত্রে, তারা নিজেদের ব্যাঙ্ক কর্মকর্তা বা আইন প্রয়োগকারী সংস্থার কর্মচারী বলে পরিচয় দিয়ে মানুষকে ভয় দেখাত এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করাত।
advertisement
আরও পড়ুন: চাপে পড়ে পথে এলেন অনুব্রত! হোয়্যাটসঅ্যাপ গ্রুপে বিতর্কিত পোস্ট প্রত্যাহার তৃণমূল নেতার
শ্রীগঙ্গানগর পুলিশ এই মামলায় “সাইবার শিল্ড” উদ্যোগের অধীনে পদক্ষেপ নিয়েছে। এই উদ্যোগের অধীনে, পুলিশ ৭৫টিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট চিহ্নিত করেছে, যেখানে ৫১.৮১ কোটি টাকার ভুয়া লেনদেনের রেকর্ড পাওয়া গেছে। এই অ্যাকাউন্টগুলির সঙ্গে যুক্ত অভিযোগগুলি ২০টিরও বেশি রাজ্য থেকে প্রাপ্ত হয়েছে, যার মধ্যে কর্ণাটক, কেরালা এবং মহারাষ্ট্র প্রধান। পুলিশ বেশ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন এবং সিম কার্ডও বন্ধ করেছে, যা এই র্যাকেটের পরিচালনায় ব্যবহৃত হয়েছিল। SP গৌরব যাদব জানিয়েছেন যে কিছু ব্যক্তিগত ব্যাঙ্কের কর্মচারীদের ভূমিকা সন্দেহজনক পাওয়া গেছে, যারা যথাযথ যাচাই ছাড়াই ভুয়া অ্যাকাউন্টের জন্য ATM এবং পাসবুক কিট ইস্যুতে জড়িত ছিল। এই কর্মচারীদের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 21, 2025 7:17 PM IST