Anubrata Mondal: চাপে পড়ে পথে এলেন অনুব্রত! হোয়্যাটসঅ্যাপ গ্রুপে বিতর্কিত পোস্ট প্রত্যাহার তৃণমূল নেতার
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Anubrata Mondal: হোয়্যাটসঅ্যাপ গ্রুপে বৈঠক ডাকার পোস্ট প্রত্যাহার করা হল।
বীরভূম: আগামী ২৫ জুন বোলপুরে নিজের তৈরি করা একটি হোয়্যাটসঅ্যাপ গ্রুপে জেলা কমিটির বৈঠক ডাকেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান আশিষ মণ্ডলের ২৫ জুন জেলা কমিটির বৈঠক ডাকার পরেই অনুব্রতর পোস্ট করা নিয়ে শুরু হয় বিতর্ক। কেষ্টকে ফোনে সতর্কও করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এবার হোয়্যাটসঅ্যাপ গ্রুপে বৈঠক ডাকার পোস্ট প্রত্যাহার করা হল।
সুদীপ দাস নামে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নেতা সেই পোস্ট প্রত্যাহারের বিষয়ে এদিন জানান। গত শনিবার করা তার সেই পোস্ট নিয়ে জোরদার চর্চা শুরু হয়। কোর কমিটির অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করে। ‘‘গ্রুপে উপরোক্ত এই পোস্টটি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে অনুব্রত মণ্ডলের নির্দেশে’’, জানালেন সুদীপ দাস।
advertisement
advertisement
প্রসঙ্গত, একই দিনে আশিস বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল জেলা কমিটিরই আলাদা আলাদা বৈঠক ডাকায় বীরভূমের দলীয় সংগঠনেই বিভ্রান্ত ছড়ায়৷ কোর কমিটির চেয়ারম্যানের সঙ্গে অন্যান্য সদস্যদের যে সমন্বয় নেই, তাও স্পষ্ট হয়ে যায়৷ অনুব্রতর এই দ্বিতীয় বার বৈঠক ডাকা নিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগও জমা পড়ে৷ তার পরই সোমবার দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে ফোন যায় অনুব্রতর কাছে৷ তাঁকে সাফ জানিয়ে দেওয়া হয়, দলের সাংগঠনিক মিটিং ডাকার একমাত্র অধিকারী আশিস বন্দ্যোপাধ্যায়ই৷ আলাদা করে মিটিং ডাকার ঘটনায় যে দল তাঁর উপরে ক্ষুব্ধ, সেই বার্তাও দেওয়া হয় অনুব্রতকে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 21, 2025 2:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: চাপে পড়ে পথে এলেন অনুব্রত! হোয়্যাটসঅ্যাপ গ্রুপে বিতর্কিত পোস্ট প্রত্যাহার তৃণমূল নেতার