Nitish Kumar: ভোটের আগেই বড় ঘোষণা নীতিশের! বাড়ল বিধবা, বয়স্কদের ভাতা, ছিল ৪০০, এখন কত হল?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Nitish Kumar: শনিবার সকালে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সামাজিক সুরক্ষা ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন।
পাটনা: বিহারে চড়ছে নির্বাচনের পারদ। তার মাঝেই বিধবা এবং বয়স্কদের পেনশন বৃদ্ধি করল নীতিশ কুমার সরকার। শনিবার সকালে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সামাজিক সুরক্ষা ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন। ৪০০ টাকা থেকে বেড়ে ১১০০ টাকা করলেন নীতিশ কুমার।
২০২৫ সালের শেষদিকে বিহারের নির্বাচন। তার আগেই বড় ঘোষমা করলেন বিহারের মুখ্যমন্ত্রী। ৪০০ থেকে একবারেই ৭০০ টাকা বাড়িয়ে ১১০০ টাকা করে দেওয়া হল ভাতা। বিধানসভা নির্বাচনের আগে নীতিশের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত শাসকদল জেডিইউকে বাড়তি সুবিধা পাইয়ে দেবে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের।
advertisement
advertisement
জুলাই মাস থেকেই বৃদ্ধি পেনশন পাবে বলেই সূত্রের খবর। প্রতি মাসের ১০ তারিখেই ভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা। এক্স হ্যান্ডেলে পোস্ট করে নীতিশ কুমার জানিয়েছেন, ‘‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সামাজিক সুরক্ষা ভাতা প্রকল্পের আওতায় বিধবা মহিলা, বৃদ্ধ এবং প্রতিবন্ধী ব্যক্তিরা এখন প্রতি মাসে ৪০০ টাকার পরিবর্তে ১১০০ টাকা পেনশন পাবেন।’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 21, 2025 2:07 PM IST