বাঙালি পর্যটকের কাছে এক আবেগের নাম দিঘা। সেই আবেগে বাড়তি মাত্রা যোগ করেছে জগন্নাথ মন্দির। বাড়ছে পর্যটকের সংখ্যা দিঘায়। পর্যটকের সংখ্যা বাড়ায় অসাধু হোটেল ব্যবসায়ীরা, সুবিধামতো বাড়াচ্ছে ভাড়া। দিঘার হোটেল ভাড়া নিয়ে বিস্তর অভিযোগ পর্যটকদের। সম্প্রতি সময়ে দিঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘার পর্যটকের সংখ্যা এক লাফে বেড়েছে। বিভিন্ন উৎসবের দিন বা উইকন্ডে দিঘায় লক্ষ লক্ষ পর্যটকের ভিড়। আর এই ভিড়ে ইচ্ছামতো ভাড়া বাড়িয়ে রীতিমতো লুটছে অসাধু হোটেল ব্যবসায়ীরা।
advertisement
আরও পড়ুনঃ ‘মোবাইল খুলতে পারছি না’, আহমেদাবাদের অভিশপ্ত বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ রচনা বন্দ্যোপাধ্যায়
দিঘার হোটেল ভাড়া নিয়ে পর্যটকদের ক্ষোভ দিনের পর দিন বাড়ছে। বৃহস্পতিবার দিঘা রথযাত্রা নিয়ে একটি বৈঠকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘার হোটেল ভাড়া নিয়ে রীতিমত উষ্মা প্রকাশ করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী জানান যে ভাড়া নির্ধারিত রাখতেই হবে। ইচ্ছামতো ভাড়া বাড়ানো যাবে না। আর মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে দিঘার পর্যটক থেকে হোটেল ব্যবসায়ীরা। মুখ্যমন্ত্রীর হোটেল ভাড়া নিয়ে বক্তব্যের পর উদ্যোগ গ্রহণ করল দিঘা শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন।
দিঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানান, ‘হোটেল ভাড়া নিয়ে যে অভিযোগ এসেছে তা অনেকাংশেই সত্যি। বেশ কিছু হোটেল এই ধরনের কাজ করছে। ১৪ জুন শনিবার সন্ধ্যায় এ নিয়ে বৈঠক রয়েছে। তার আগে প্রতিটি হোটেলকে বলা হয়েছে তাদের ট্যারিফ চার্ট ঝোলানো বাধ্যতামূলক। এরপরেও যদি এ ধরনের অভিযোগ হয় তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পর্যটকেরাই হোটেল ব্যবসায়ীদের কাছে লক্ষ্মী। তাদের কোনওভাবেই হেনস্থা করা চলবে না।’
ইতিমধ্যেই রথযাত্রা উপলক্ষে দিঘার হোটেল বুকিং শুরু হয়েছে। আর বেশি ভাড়া যাতে না নেওয়া হয় একদিকে যেমন প্রশাসন নজর রাখছে অন্যদিকে হোটেল হোটেল অ্যাসোসিয়েশনও তদারকি করছে। সবমিলিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর হোটেল ব্যবসায়ীরা নড়েচড়ে বসেছে।
সৈকত শী





