Money Making Tips: মেদিনীপুরের চাষিরা মাঠে ফলাচ্ছেন সোনার ফসল, পিস প্রতি লাভ ১৯ টাকা! বড়লোক হওয়ার বড় সুযোগ 'এই' চাষে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
প্রতি গাছ চাষ করতে কৃষকদের খরচ পড়ছে মাত্র ছয় টাকা। কিন্তু সেই ফসলই বাজারে বিক্রি হচ্ছে প্রতি পিস ২০ থেকে ২৫ টাকায়। অর্থাৎ এক গাছে মিলছে তিন থেকে চারগুণ লাভ। এতে খুশির হাওয়া বইছে চাষিদের মুখে।
গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: শীতের আগমনের সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এলায় পড়েছে ফুলকপি চাষের ধুম। চারিদিকে এখন শুধু সবুজের সমারোহ। এ যেন প্রকৃতির এক অনন্য শোভা। এই সময়ে গড়বেতা এলাকার কৃষকেরা ব্যস্ত তাঁদের প্রিয় চাষ নিয়ে। জানা গিয়েছে, প্রতি গাছ ফুলকপি চাষ করতে কৃষকদের খরচ পড়ছে মাত্র ছয় টাকা। কিন্তু সেই ফুলকপি বাজারে বিক্রি হচ্ছে প্রতি পিস ২০ থেকে ২৫ টাকায়। অর্থাৎ এক গাছে মিলছে তিন থেকে চারগুণ লাভ। এতে খুশির হাওয়া বইছে চাষিদের মুখে।
স্থানীয় কৃষক পূর্ণ বারিক জানিয়েছেন, “এবারের আবহাওয়া ফুলকপি চাষের জন্য একেবারে উপযুক্ত। সময়মতো বীজ বপন ও পরিচর্যার কারণে গাছও ভাল ফলন দিচ্ছে। ফলে উৎপাদনও বেড়েছে আগের বছরের তুলনায়। আমরা প্রতিটি গাছের পিছনে প্রায় ছয় টাকা খরচ করেছি। এখন বাজারে কপি বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়। এতে খরচ তুলেও আমরা লাভ করতে পারছি ভাল পরিমাণে। যদি আগামী সপ্তাহগুলোতে দাম এমনই থাকে, তবে এই বছরটা আমাদের জন্য খুব ভাল যাবে।”
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুরের স্থানীয় বাজারে এখন থেকেই ফুলকপির চাহিদা তুঙ্গে। শীতের শুরুতেই ক্রেতাদের ভিড় বেড়েছে সবজি বাজারে। শীতকাল মানেই ফুলকপির মরশুম, আর এই কপির স্বাদ ভুলতে পারেন না কেউই। ভাজা, তরকারি কিংবা আলু-ফুলকপি—সবেতেই এই সবজির আলাদা কদর রয়েছে। এলাকায় ফুলকপি চাষ দিন দিন বাড়ছে। কারণ খুব কম বিনিয়োগে ভাল আয় পাওয়া যায় এই চাষে। এছাড়াও চাষিরা পর্যাপ্ত জল, সার ও কীটনাশক ব্যবহারে যত্ন নিচ্ছেন বলেই ফসলও হয়েছে দারুণ মানের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গড়বেতা ও আশেপাশের অঞ্চলে এখন শীতের এই ফুলকপি চাষ শুধু কৃষকদের জীবিকা নয়, গ্রামীণ অর্থনীতিতেও এনে দিয়েছে নতুন গতি। অল্প বিনিয়োগে এমন লাভে উৎসাহিত হচ্ছেন নতুন কৃষকেরাও। এভাবেই শীতের শুরুতেই ফুটে উঠেছে সাদা সোনার হাসি—যা কৃষকদের পরিশ্রম, আশা আর সাফল্যের প্রতীক হয়ে উঠেছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
November 03, 2025 3:06 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: মেদিনীপুরের চাষিরা মাঠে ফলাচ্ছেন সোনার ফসল, পিস প্রতি লাভ ১৯ টাকা! বড়লোক হওয়ার বড় সুযোগ 'এই' চাষে
