পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে পুরুলিয়া জেলার প্রায় ৩৫টি কেন্দ্রে চারটি ভাষায় এই মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন হয়। তৃতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় ৫০০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু- চারটি ভাষায় এই মেধা পরীক্ষার আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ শীতে পুরুলিয়া যাওয়ার প্ল্যান? জয়চণ্ডী পাহাড়ে পর্যটকদের জন্য নতুন আকর্ষণ! ঘুরতে গেলে মিস করবেন না
advertisement
এই বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পুরুলিয়া শাখার সম্পাদক ড. নয়ন মুখার্জি বলেন, শিশু বয়স থেকেই বিজ্ঞান সচেতনতা প্রয়োজন। কুসংস্কার, অন্ধবিশ্বাস বিরোধী সমাজ তৈরি করতে ছোটবেলা থেকেই পড়ুয়াদের বিজ্ঞানের প্রতি সচেতন হওয়া উচিত। শিশুকাল থেকেই তাঁরা যদি বিজ্ঞানের প্রতি সচেতন হয় তাহলে কুসংস্কারমুক্ত সমাজ গড়ে উঠবে। এই পরীক্ষা শিশুদের মধ্যে বিজ্ঞানের ভাব সঞ্চারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিবছরই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে এই পরীক্ষার আয়োজন হয়। এবারও ব্যতিক্রম হয়নি। মূলত শিশুদের মধ্যে কুসংস্কার ও অন্ধবিশ্বাসের ছায়া যাতে না পরে, তাঁরা যাতে বিজ্ঞানমনস্ক ভাবনা নিয়ে জীবনে চলার পথে এগিয়ে যেতে পারে, সেই উদ্দেশেই এই পরীক্ষার আয়োজন করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। আগামীদিনে অন্ধবিশ্বাস বিরোধী সমাজ তৈরি করতে এই পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।





