Purulia: সমাজ থেকে দূর হোক কুসংস্কার-অন্ধবিশ্বাস! প্রগতিশীল সমাজ গড়তে পুরুলিয়ায় দারুণ পদক্ষেপ, অংশগ্রহণ করল প্রায় ৫০০০ পড়ুয়া
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Purulia: অন্ধবিশ্বাস বিরোধী সমাজ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বিজ্ঞান মঞ্চ। অংশগ্রহণ করল তৃতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় ৫০০০ জন ছাত্রছাত্রী। জেলায় কী আয়োজন হল জানেন?
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ বর্তমান সময়ে দাঁড়িয়েও সমাজের একাংশ মানুষ কুসংস্কারে আবদ্ধ। আজও জঙ্গলমহল পুরুলিয়ার বিভিন্ন গ্রামে ডাইনি অপবাদের কথা শুনতে পাওয়া যায়। কোথাও আবার শোনা যায় ভূত-প্রেতের কথা। কিন্তু বিজ্ঞানের এই যুগে দাঁড়িয়ে এসব জিনিস ভিত্তিহীন। তাই ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্ক মানসিকতা বৃদ্ধি করতে মেধা অন্বেষণ ও বিজ্ঞান মানসিকতা পরীক্ষার আয়োজন করা হয় পুরুলিয়ায়।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে পুরুলিয়া জেলার প্রায় ৩৫টি কেন্দ্রে চারটি ভাষায় এই মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন হয়। তৃতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় ৫০০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু- চারটি ভাষায় এই মেধা পরীক্ষার আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ শীতে পুরুলিয়া যাওয়ার প্ল্যান? জয়চণ্ডী পাহাড়ে পর্যটকদের জন্য নতুন আকর্ষণ! ঘুরতে গেলে মিস করবেন না
এই বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পুরুলিয়া শাখার সম্পাদক ড. নয়ন মুখার্জি বলেন, শিশু বয়স থেকেই বিজ্ঞান সচেতনতা প্রয়োজন। কুসংস্কার, অন্ধবিশ্বাস বিরোধী সমাজ তৈরি করতে ছোটবেলা থেকেই পড়ুয়াদের বিজ্ঞানের প্রতি সচেতন হওয়া উচিত। শিশুকাল থেকেই তাঁরা যদি বিজ্ঞানের প্রতি সচেতন হয় তাহলে কুসংস্কারমুক্ত সমাজ গড়ে উঠবে। এই পরীক্ষা শিশুদের মধ্যে বিজ্ঞানের ভাব সঞ্চারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিবছরই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে এই পরীক্ষার আয়োজন হয়। এবারও ব্যতিক্রম হয়নি। মূলত শিশুদের মধ্যে কুসংস্কার ও অন্ধবিশ্বাসের ছায়া যাতে না পরে, তাঁরা যাতে বিজ্ঞানমনস্ক ভাবনা নিয়ে জীবনে চলার পথে এগিয়ে যেতে পারে, সেই উদ্দেশেই এই পরীক্ষার আয়োজন করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। আগামীদিনে অন্ধবিশ্বাস বিরোধী সমাজ তৈরি করতে এই পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
November 03, 2025 3:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia: সমাজ থেকে দূর হোক কুসংস্কার-অন্ধবিশ্বাস! প্রগতিশীল সমাজ গড়তে পুরুলিয়ায় দারুণ পদক্ষেপ, অংশগ্রহণ করল প্রায় ৫০০০ পড়ুয়া
