Digha: ঝড়-বৃষ্টিতে ভরাডুবি দিঘার হোটেল ব্যবসা, বুকিং বাতিল, খালি ঘর— হোটেল মালিকদের স্বপ্নে বৃষ্টির ধাক্কা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
বুকিং বাতিল, আর্থিক ক্ষতি ও দুশ্চিন্তায় জর্জরিত হোটেল ব্যবসায়ীরা এখন শীতের মৌসুমের আশায় তাকিয়ে আছেন ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায়।
দিঘা, পূর্ব মেদিনীপুর: এবছরটা যেন দিঘার হোটেল ব্যবসায়ীদের জীবনে এক কালবছর হয়ে দাঁড়িয়েছে। বছরের শুরু থেকেই একের পর এক দুর্যোগ যেন ঘুরে দাঁড়ানোর সুযোগই দিচ্ছে না তাদের। প্রতি বছর দুর্গাপুজোর মরসুমে পর্যটকদের ভিড়ে উপচে পড়ে দিঘা। কিন্তু এবছর তা মাটি হয়ে গেছে। পুজোর শেষ বেলায় আবার ‘মন্থা’র প্রভাবে ঝড়-বৃষ্টি। পর্যটকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন দিঘা থেকে। পুজো মানেই দিঘার হোটেল ব্যবসায়ীদের জন্য সবচেয়ে লাভজনক মরসুম।
কিন্তু এবছর সেই আনন্দের জায়গায় এসেছে হতাশা, ক্ষতি আর দুশ্চিন্তা। ঘূর্ণিঝড় থেকে বৃষ্টি—প্রকৃতি যেন একের পর এক আঘাত হেনেছে উপকূল শহরটিতে। ফলে ভাটার টান পড়েছে দিঘার হোটেল ব্যবসায়।
পুজোর ছুটির শুরুতেই হোটেল মালিকরা ভেবেছিলেন, আগের মতই এবারও বুকিংয়ের বন্যা বইবে। কিন্তু প্রকৃতির খামখেয়ালিপনায় সেই আশা ভেস্তে গেছে। ঘূর্ণিঝড় ‘মন্থা’-র প্রভাবে পুজোর ছুটির শেষ দিকেও পর্যটকরা দিঘায় আসতে পারেননি। অনেকে আগাম বুকিং করেও শেষ মুহূর্তে বাতিল করেছেন। যাঁরা এসেছিলেন, তারাও প্রবল বৃষ্টি আর উত্তাল সমুদ্র দেখে নিরুপায় হয়ে একদিনের মধ্যেই ফিরে গেছেন। এতে বিপাকে পড়েছেন দিঘার শতাধিক হোটেল ব্যবসায়ী।
advertisement
advertisement
আরও পড়ুন: দিঘা ভ্রমণ আরও সাশ্রয়ী! ৫০০ টাকাও লাগবে না, ‘এই’ হোটেল থাকা ও ৩ বেলা খাওয়া জলের দরে সস্তা, কীভাবে বুক করবেন?
দিঘার এক হোটেল ব্যবসায়ীর কথায়, “প্রতি বছর পুজোর সময় এই কয়েকদিনের ব্যবসায়েই আমরা বছরের একটা বড় অংশের খরচ তুলে নিই। কিন্তু এবছর ঝড়-বৃষ্টির জন্য সেই সুযোগটাই হাতছাড়া হয়েছে। অনেকেই লিজ নিয়ে ব্যবসা করি, এখন কিস্তি আর খরচের বোঝা আমাদের ঘুম কেড়ে নিয়েছে।”
advertisement
সত্যিই, দিঘার বহু হোটেল ব্যবসায়ী বছর চুক্তিতে হোটেল লিজ নেন। ভেবেছিলেন, নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পরে পর্যটকদের ভিড় আরও বাড়বে। তাই কেউ কেউ কয়েক লক্ষ টাকা বিনিয়োগ করেছেন নতুন সাজে হোটেল চালু করতে। কিন্তু মন্থার ধাক্কা যেন সব পরিকল্পনাতেই জল ঢেলে দিয়েছে।
শুধু হোটেল নয়, এর সঙ্গে জড়িত দোকানদার, খাবারের দোকান, টোটো চালক, গাইড—সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা দুর্যোগ কেটে গেলে আমরা ভাবি এবার ঘুরে দাঁড়াবো, কিন্তু তার মধ্যেই আবার নতুন বিপর্যয় এসে পড়ছে।
advertisement
আরও পড়ুন: ফসল তো নয়, যেন টাকার গাছ! ৬ মাসের পরিশ্রমেই ডবল, কনকপুরের চাষিরা ‘এই’ চাষ করে কামাচ্ছেন অঢেল টাকা
এখন দিঘার হোটেল ব্যবসায়ীদের মনে একটাই প্রশ্ন ঘুরছে—“কবে হবে শান্ত দিঘা?” তারা ভাবছেন, ঘূর্ণিঝড় ‘মন্থা’ কি এবছরের শেষ দুর্যোগ? নাকি শীতের মরসুমেও আবার নতুন বিপদ অপেক্ষা করছে? কারণ শীতকালই দিঘার দ্বিতীয় পর্যটন মরসুম, সেই সময় যদি আবহাওয়া অনুকূলে না থাকে, তাহলে পুরো বছরটাই ক্ষতির মুখে পড়বে উপকূলের এই পর্যটন ব্যবসা।
advertisement
তবু আশা হারাননি দিঘার হোটেল ব্যবসায়ীরা। তারা এখন শীতের মৌসুমের দিকে তাকিয়ে আছেন। যদি আবহাওয়া অনুকূলে থাকে, তাহলে হয়ত সারা বছরের ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া যাবে। কিন্তু মন্থার পর দিঘার আকাশে যে দুশ্চিন্তার মেঘ জমেছে, তা এখনও কাটেনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
November 03, 2025 3:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: ঝড়-বৃষ্টিতে ভরাডুবি দিঘার হোটেল ব্যবসা, বুকিং বাতিল, খালি ঘর— হোটেল মালিকদের স্বপ্নে বৃষ্টির ধাক্কা
