শামির পরে লক্ষ্মীরতন! এসআইআর শুনানিতে ফের আরও এক তারকা ক্রিকেটারকে তলব
- Reported by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
২০০২ সালের ভোটার তালিকায় লক্ষ্মীর নাম ছিল না বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, ভোটার তালিকায় নেই তাঁর বাবার নামও।
কলকাতা: শামির পর এবার লক্ষ্মীরতন শুক্লা। ফের এসআইআর শুনানিতে তলব আরও এক তারকা ক্রিকেটারকে। সূত্রের খবর, এসআইআর শুনানিতে তলব করা হয়েছে লক্ষ্মীরতন শুক্লার। ২০০২ সালের ভোটার তালিকায় লক্ষ্মীর নাম ছিল না বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, ভোটার তালিকায় নেই তাঁর বাবার নামও।
বাংলা দলের হেডকোচ লক্ষ্মীরতন শুক্লা উত্তর হাওড়ার হিন্দি হাই স্কুলের ভোটার। কিন্তু ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর এবং তাঁর বাবা উমেশ শুক্লার নাম মেলেনি। সেই কারণেই এসআইআর শুনানিতে ডাকা হয়েছে বলে শোনা যাচ্ছে। বর্তমানে বাংলা দলের কোচ জানিয়েছেন তিনি হাজিরা দেবেন। উত্তর হাওড়ার হিন্দি হাইস্কুলের ভোটার লক্ষ্মীরতন শুক্লা।
advertisement
advertisement
বাংলার ভোটার মহাম্মদ শামি। সম্প্রতি সাউথ সিটির পিছনে কাটজুনগর স্কুলে SIR শুনানিতে ডাকা হয় শামিকে। ২০০৪-২০০৫ তে কলকাতায় আসেন মহম্মদ শামি। প্রথম ক্লাব ডালহৌসি। তার পর সেখান থেকে টাউন ক্লাবে খেলা। সেখান থেকে বাংলা দলে সুযোগ। পরবর্তীতে ক্লাব ক্রিকেটে মোহনবাগান। এখনও সেই দলের সদস্য তিনি। বাংলার হয়ে খেলতে খেলতে ভারতীয় দলের সুযোগ পেয়ে যান শামি। প্রথমদিকে শামির একটি সমস্যাও হয়েছিল। শামি আহমেদ নাম ছিল তাঁর। পরবর্তীতে সেটা মহম্মদ শামি করে নেন।কলকাতাতে ভোটও দিয়েছেন শামি। উত্তরপ্রদেশের মুরাদাবাদের সাহসপুরে জন্ম শামির। ২০০২ সালে কলকাতায় তিনি ছিলেন না। তাঁর পরিবারের কোনও সদস্যের নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই। কারণ সামির বাবা-মা দুজনেই উত্তর প্রদেশের ভোটার। বাবা মারা গেছেন। কলকাতায় আসার পর ভোটার কার্ড হয় শামির।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 12, 2026 2:37 PM IST









