Digha Budget Hotel: দিঘা ভ্রমণ আরও সাশ্রয়ী! ৫০০ টাকাও লাগবে না, 'এই' হোটেল থাকা ও ৩ বেলা খাওয়া জলের দরে সস্তা, কীভাবে বুক করবেন?

Last Updated:
দিঘায় সাশ্রয়ী হোটেলে খুঁজছেন? ওল্ড দিঘায় মাত্র ৪৫০ টাকায় থাকা ও তিন বেলার রাজকীয় খাবারের ব্যবস্থা রয়েছে। নিম্ন মধ্যবিত্তদের জন্য আদর্শ এই হোটেলের ঠিকানা ও অফার জেনে নিন
1/6
দিঘা মানেই বাঙালির চিরচেনা প্রিয় সমুদ্রতীর। সারা বছর ধরে হাজারো পর্যটক আসেন এখানে, বিশেষ করে সপ্তাহান্তে বা ছোট ছুটির দিনে। দিপুদা অর্থাৎ ‘দিঘা’, ‘পুরী’, ‘দার্জিলিং’—এই তিনটি নাম বাঙালির ভ্রমণ মানচিত্রের প্রথম সারিতে। তার মধ্যে আবার একদিনের ছুটি বা বাজেট ট্রিপের কথা উঠলে দিঘার নামই সবার আগে আসে। কারণ সমুদ্রের টান, বাজেটের মধ্যে থাকা–খাওয়ার ব্যবস্থা এবং সহজ যাতায়াত—সব মিলিয়ে দিঘা বাঙালির মন জয় করে নিয়েছে বহু বছর আগেই। তবে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পর্যটকদের কাছে সমস্যা হয়ে দাঁড়ায় একটি সাশ্রয়ী হোটেল ভাড়া এবং খাওয়া-দাওয়া। অনেক সময় হোটেল ভাড়া মেনেজ করলেও খাবারের খরচ হয়ে যায় দ্বিগুণ।
দিঘা মানেই বাঙালির চিরচেনা প্রিয় সমুদ্রতীর। সারা বছর ধরে হাজারো পর্যটক আসেন এখানে, বিশেষ করে সপ্তাহান্তে বা ছোট ছুটির দিনে। দিপুদা অর্থাৎ ‘দিঘা’, ‘পুরী’, ‘দার্জিলিং’—এই তিনটি নাম বাঙালির ভ্রমণ মানচিত্রের প্রথম সারিতে। তার মধ্যে আবার একদিনের ছুটি বা বাজেট ট্রিপের কথা উঠলে দিঘার নামই সবার আগে আসে। কারণ সমুদ্রের টান, বাজেটের মধ্যে থাকা–খাওয়ার ব্যবস্থা এবং সহজ যাতায়াত—সব মিলিয়ে দিঘা বাঙালির মন জয় করে নিয়েছে বহু বছর আগেই। তবে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পর্যটকদের কাছে সমস্যা হয়ে দাঁড়ায় একটি সাশ্রয়ী হোটেল ভাড়া এবং খাওয়া-দাওয়া। অনেক সময় হোটেল ভাড়া মেনেজ করলেও খাবারের খরচ হয়ে যায় দ্বিগুণ।
advertisement
2/6
কিন্তু সেই চিন্তা দূর করেছে ওল্ড দিঘা একটি হোটেল। এই হোটেল প্রায় দু’বছর ধরে দিঘার পর্যটকদের জন্য এক অনন্য প্যাকেজ চালু করেছে—মাত্র ৪৫০ টাকায় থাকা এবং তিন বেলা খাওয়ার ব্যবস্থা! এমন প্রস্তাব শুনে প্রথমে বিশ্বাস করা কঠিন হলেও, হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁরা এই পরিষেবা দিয়ে আসছেন নিয়মিতভাবেই, আর পর্যটকরাও বেশ সন্তুষ্ট।
কিন্তু সেই চিন্তা দূর করেছে ওল্ড দিঘা একটি হোটেল। এই হোটেল প্রায় দু’বছর ধরে দিঘার পর্যটকদের জন্য এক অনন্য প্যাকেজ চালু করেছে—মাত্র ৪৫০ টাকায় থাকা এবং তিন বেলা খাওয়ার ব্যবস্থা! এমন প্রস্তাব শুনে প্রথমে বিশ্বাস করা কঠিন হলেও, হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁরা এই পরিষেবা দিয়ে আসছেন নিয়মিতভাবেই, আর পর্যটকরাও বেশ সন্তুষ্ট।
advertisement
3/6
খাবারের তালিকাও একেবারেই রাজকীয়। সকালে ব্রেকফাস্টে পাওয়া যায় লুচি-সবজি, ডিম টোস্ট, বাটার টোস্ট কিংবা ম্যাগি—আপনার পছন্দমতো। দুপুরের খাবারে রয়েছে ভাত, ডাল, আলুভাজা, সবজি, কাতলা বা ভোলা মাছ, সঙ্গে চাটনি-পাপড়। আর রাতে—ভাত, রুটি, বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিকেন, পনির বা ডিমের কারির মধ্যে যেকোনো একটি কম্বো বেছে নেওয়ার সুযোগ। অর্থাৎ ৪৫০ টাকার মধ্যে থাকার পাশাপাশি দিনভর এমন বৈচিত্র্যময় খাবারের আয়োজন সত্যিই চমকপ্রদ।
খাবারের তালিকাও একেবারেই রাজকীয়। সকালে ব্রেকফাস্টে পাওয়া যায় লুচি-সবজি, ডিম টোস্ট, বাটার টোস্ট কিংবা ম্যাগি—আপনার পছন্দমতো। দুপুরের খাবারে রয়েছে ভাত, ডাল, আলুভাজা, সবজি, কাতলা বা ভোলা মাছ, সঙ্গে চাটনি-পাপড়। আর রাতে—ভাত, রুটি, বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিকেন, পনির বা ডিমের কারির মধ্যে যেকোনো একটি কম্বো বেছে নেওয়ার সুযোগ। অর্থাৎ ৪৫০ টাকার মধ্যে থাকার পাশাপাশি দিনভর এমন বৈচিত্র্যময় খাবারের আয়োজন সত্যিই চমকপ্রদ।
advertisement
4/6
হোটেল মালিক সৌরজিৎ পাঁজার কথায়, “এই প্যাকেজ আমরা চালু করেছি মূলত নিম্ন মধ্যবিত্ত পর্যটকদের কথা ভেবে। অনেকেই দিঘায় এসে ভালো হোটেল পেলেও খাওয়া-দাওয়ার খরচে সমস্যায় পড়েন। তাই আমরা তাদের কথা মাথায় রেখে এই অফার চালু করি। লাভ তুলনামূলকভাবে কম হলেও পর্যটকদের হাসিমুখ আমাদের কাছে সবচেয়ে বড় লাভ।” তিনি আরও বলেন, “দু’বছর ধরে আমরা এই প্যাকেজ চালাচ্ছি, আর প্রায় সারা বছরই আমাদের বুকিং ফুল থাকে।”
হোটেল মালিক সৌরজিৎ পাঁজার কথায়, “এই প্যাকেজ আমরা চালু করেছি মূলত নিম্ন মধ্যবিত্ত পর্যটকদের কথা ভেবে। অনেকেই দিঘায় এসে ভালো হোটেল পেলেও খাওয়া-দাওয়ার খরচে সমস্যায় পড়েন। তাই আমরা তাদের কথা মাথায় রেখে এই অফার চালু করি। লাভ তুলনামূলকভাবে কম হলেও পর্যটকদের হাসিমুখ আমাদের কাছে সবচেয়ে বড় লাভ।” তিনি আরও বলেন, “দু’বছর ধরে আমরা এই প্যাকেজ চালাচ্ছি, আর প্রায় সারা বছরই আমাদের বুকিং ফুল থাকে।”
advertisement
5/6
দিঘার বুক দু'বছর ধরে এই পর্যটকদের জন্য কম খরচে এই পরিষেবা দিয়ে চলেছে ওল্ড দিঘার ‘হোটেল রত্নদ্বীপ'। দিঘার এত হোটেলের মধ্যে ‘রত্নদ্বীপ’কে খুঁজে পাওয়াও খুব সহজ। হোটেলটি রয়েছে ওল্ড দিঘার ব্যারিস্টার কলোনিতে, ওল্ড দিঘা এসবিআই ব্যাঙ্কের ঠিক বিপরীতে। ব্যাংকের মোড় থেকে মাত্র দু’মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন এই ফ্রেন্ডলি বাজেট হোটেলে।
দিঘার বুক দু'বছর ধরে এই পর্যটকদের জন্য কম খরচে এই পরিষেবা দিয়ে চলেছে ওল্ড দিঘার ‘হোটেল রত্নদ্বীপ'। দিঘার এত হোটেলের মধ্যে ‘রত্নদ্বীপ’কে খুঁজে পাওয়াও খুব সহজ। হোটেলটি রয়েছে ওল্ড দিঘার ব্যারিস্টার কলোনিতে, ওল্ড দিঘা এসবিআই ব্যাঙ্কের ঠিক বিপরীতে। ব্যাংকের মোড় থেকে মাত্র দু’মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন এই ফ্রেন্ডলি বাজেট হোটেলে।
advertisement
6/6
এমন সাশ্রয়ী মূল্যের হোটেল নিঃসন্দেহে দিঘার পর্যটন শিল্পে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। যারা কম বাজেটে দিঘা ঘুরে দেখতে চান, তাদের জন্য ‘রত্নদ্বীপ’ এখন এক স্বপ্নের ঠিকানা। (তথ্য-মদন মাইতি)
এমন সাশ্রয়ী মূল্যের হোটেল নিঃসন্দেহে দিঘার পর্যটন শিল্পে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। যারা কম বাজেটে দিঘা ঘুরে দেখতে চান, তাদের জন্য ‘রত্নদ্বীপ’ এখন এক স্বপ্নের ঠিকানা। (তথ্য-মদন মাইতি)
advertisement
advertisement
advertisement