SSC Teacher Recruitment: নবম–দশম শিক্ষক নিয়োগে ফের ধাক্কা, ফেব্রুয়ারির আগে শুরু নয় ভেরিফিকেশন
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
SSC Teacher Recruitment: নবম - দশমের শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়া আরও পিছচ্ছে। ফেব্রুয়ারি মাসের আগে কোনভাবেই ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করা হচ্ছে না বলে এসএসসি সূত্রের খবর।
কলকাতাঃ নবম – দশমের শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়া আরও পিছচ্ছে। ফেব্রুয়ারি মাসের আগে কোনভাবেই ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করা হচ্ছে না বলে এসএসসি সূত্রের খবর। একাদশ – দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ এবং তারপর কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হওয়ার পরেই শুরু করা হবে নবম – দশমের শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন।
আরও পড়ুনঃ বিধানসভা ভোটের আগেই বড় নিয়োগ! একাদশ-দ্বাদশের শিক্ষক চূড়ান্ত প্যানেল প্রকাশে সবুজ সংকেত এসএসসি-র
ইতিমধ্যেই ভেরিফিকেশন তথা ইন্টারভিউ তালিকা নবম – দশম এর শিক্ষক নিয়োগের প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। প্রায় ৪০ হাজারেরও বেশি প্রার্থীকে ইন্টারভিউ তথা ভেরিফিকেশনের জন্য ডেকেছে এসএসসি। নবম – দশমের শিক্ষক নিয়োগের জন্য স্কুলে স্কুলে ২৩ হাজার ২১২টি শূন্যপদ রয়েছে। তার ভেরিফিকেশন প্রক্রিয়া ফেব্রুয়ারি মাসের আগে শুরু করা হচ্ছে না বলেই স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর।
advertisement
বিধানসভা ভোটের আগেই রাজ্যের স্কুলগুলিতে বড়সড় শিক্ষক নিয়োগের পথে হাঁটছে রাজ্য সরকার। একাদশ ও দ্বাদশ স্তরে নয়া শিক্ষক-শিক্ষিকা নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ২১ জানুয়ারির মধ্যেই একাদশ-দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। মোট ১২,৫১৪টি শূন্য পদের জন্য এই প্যানেল প্রকাশ করা হবে।
advertisement
সূত্রের খবর, রাজ্যের শীর্ষস্তর থেকে প্যানেল প্রকাশের জন্য ইতিমধ্যেই সবুজ সংকেত মিলেছে। তারপরই দ্রুত পদক্ষেপ করেছে স্কুল সার্ভিস কমিশন। একাদশ ও দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগের জন্য প্রয়োজনীয় ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ করেছে এসএসসি। এখন শুধু চূড়ান্ত মেধাতালিকা প্রকাশের অপেক্ষা।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jan 12, 2026 2:31 PM IST








