একটা সময় গ্রামীণ এলাকার অর্থনৈতিক ক্ষেত্রে মূল উপাদান ছিল বাঁশ। কিন্তু বর্তমানে সে চাহিদা কমেছে। তবে এক দম্পতি বেশ কয়েক বছর ধরেই বাঁশের নানা ধরনের জিনিস প্রস্তুত করছেন। বাঁশ কেটে পাতলা আস্তরণ বের করে তা দিয়ে নৌকো, মাথার ক্লিপ, গয়না বাক্স, পেন স্ট্যান্ড, মোবাইল স্ট্যান্ড, ফ্লাওয়ার স্ট্যান্ড এমনকি ফ্লাওয়ার ভাস, ল্যাম্প তৈরি করছেন তারা। সম্পূর্ণ পরিবেশবান্ধব এই উপাদান। বাড়ির অন্যান্য কাজ সামলেও তারা এই বিশেষ উপকরণ তৈরি করছেন। সরকারি, বেসরকারি মেলার পাশাপাশি এই সকল জিনিস বিক্রি হচ্ছে বিভিন্ন বাজারে। গ্রাহকের পছন্দমত তারা জিনিস বানিয়ে দিচ্ছেন। তবে তাদের হাতে বানানো এইসব জিনিস দেখে আপনিও অবাক হবেন।
advertisement
আরও পড়ুন : সাদা ক্যানভাস নয়, বইয়ের পাতায় ছবি এঁকে নজির বধূর
পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার কাকরাজিত এলাকার বাসিন্দা বাপি যাদব ও তার স্ত্রী মমতা যাদব। বাড়িতেই বিভিন্ন কাজের অবসরে তৈরি করেন প্রায় কুড়ির বেশি ঘর সাজানোর নানা উপকরণ। ২০১২-১৩ সাল নাগাদ শুরু করেন তিনি এই হাতের কাজ। তবে থেকেই তিনি চালিয়ে রেখেছেন বাঁশের জিনিস তৈরির কাজকে। শুধু শখ বা কৌতূহলবশত নয়, এই হাতের কাজকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন এই দম্পতি। প্রশিক্ষণের পর স্ত্রীকে কাজে সাহায্য করা এবং পেশাগতভাবে বাঁশের তৈরি নানান ডেকোরেটিভ আইটেম তৈরি করে স্বনির্ভর হয়েছেন তারা।
আরও পড়ুন : চাকরির স্বপ্ন? কোন প্রফেশনাল কোর্স করলেই মিলবে সুযোগ? এখনই জেনে নিন
বর্তমানে স্বামী ও স্ত্রী মিলে বাড়িতেই গৃহস্থলীর কাজের পরে তারা তৈরি করেন বিভিন্ন ধরনের জিনিস যা বাজারে বিক্রি হয় কুড়ি টাকা থেকে প্রায় ৭০০-৮০০ টাকা পর্যন্ত। সারাদিনে প্রত্যেকে প্রায় বারোশো টাকার কাজও করতে পারেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বাঁশ কেটে তাকে বিভিন্নভাবে প্রস্তুত করে নানান সৌখিন জিনিসপত্র তৈরি করেন এই দম্পতি।
রঞ্জন চন্দ





