Weather Update For Winter: উত্তরে তাপমাত্রা নামছে হুড়মুড়িয়ে, দক্ষিণে ঠান্ডা আসার গতি সুপার স্লো, কাঁটা রয়েই যাচ্ছে শীতের পথে, ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Weather Update: আবারও বদলে যাচ্ছে আবহাওয়া , নতুন করে বৃষ্টির সম্ভাবনা!
পুরুলিয়া : শীতের মরশুমেও পিছু ছাড়ছে না বৃষ্টি। এদিকে নভেম্বর মাসেও শীতের রেশ মাত্র নেই। দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের আবহ। জেলা পুরুলিয়াতেও রয়েছে বৃষ্টির আশঙ্কা। যদিও সকাল থেকেই কখনও মেঘলা আকাশ আবার কখনও ঝলমলে রোদের দেখা মিলেছে। এদিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। তবে তাপমাত্রার পারদ বেশ কিছুটা নিম্নমুখী।
advertisement
দক্ষিণের জেলায় , জেলায় রয়েছে বৃষ্টির দাপট। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ায়। তবে আগামী ২৪ ঘণ্টায় বাড়তে পারে বৃষ্টির দাপট। বজ্র-বিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। সপ্তাহান্তে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কমবে তাপমাত্রার পারদ।
advertisement
advertisement
advertisement
