East Bardhaman News: মাত্র ৯ বছর বয়সেই রাজ্যস্তরের জোড়া স্বর্ণপদক জয় বর্ধমানের ঋদ্ধির, লক্ষ্য এবার জাতীয় স্তরে

Last Updated:
West Bengal news: মাত্র ৯ বছর বয়সেই রাজ্যস্তরের জোড়া স্বর্ণপদক জয় বর্ধমানের ঋদ্ধির। প্রায় ৬০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায়।রাজ্যস্তরে জোড়া স্বর্ণপদক জয়ের পর ২০২৬-এ ন্যাশনালে খেলবে সে। 
1/6
মাত্র ৯ বছর বয়সেই রাজ্যস্তরের জোড়া স্বর্ণপদক জয় বর্ধমানের ঋদ্ধির। প্রায় ৬০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায়। যার মধ্যে বিভিন্ন বিভাগ থেকে বেছে নেওয়া হয় সেরা প্রতিযোগিতা সেখানেই ৮ থেকে ১০ বছর বিভাগে সকলকে পরাস্ত করে ঋদ্ধি। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
মাত্র ৯ বছর বয়সেই রাজ্যস্তরের জোড়া স্বর্ণপদক জয় বর্ধমানের ঋদ্ধির। প্রায় ৬০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায়। যার মধ্যে বিভিন্ন বিভাগ থেকে বেছে নেওয়া হয় সেরা প্রতিযোগিতা সেখানেই ৮ থেকে ১০ বছর বিভাগে সকলকে পরাস্ত করে ঋদ্ধি। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/6
হাওড়া ইনডোর স্টেডিয়ামে রাজ্যস্তরের একটি ক্যারাটে প্রতিযোগিতার অয়োজন করা হয়েছিল। যেখানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করে প্রায় ৬০০ জন প্রতিযোগী। প্রতিযোগিতায় বাজিমাত করে বর্ধমানের সোনার ছেলে ছোট্ট ঋদ্ধি। জোড়া স্বর্ণ পদক জয় করে সে। তার এই জয়ে খুশি গোটা পরিবার।
হাওড়া ইনডোর স্টেডিয়ামে রাজ্যস্তরের একটি ক্যারাটে প্রতিযোগিতার অয়োজন করা হয়েছিল। যেখানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করে প্রায় ৬০০ জন প্রতিযোগী। প্রতিযোগিতায় বাজিমাত করে বর্ধমানের সোনার ছেলে ছোট্ট ঋদ্ধি। জোড়া স্বর্ণ পদক জয় করে সে। তার এই জয়ে খুশি গোটা পরিবার।
advertisement
3/6
রাজ্যস্তরে জোড়া স্বর্ণপদক জয়ের পর ২০২৬-এ ন্যাশনালে খেলবে ঋদ্ধি। তিন বছর বয়স থেকে ক্যারাটে শেখে, এর আগেও একাধিক প্রতিযোগিতার সাফল্য অর্জন করেছে সে।তবে শুধু ক্যারাটেই নয় পড়াশোনা ও ছবি আঁকাতে ও পারদর্শী ঋদ্ধি।
রাজ্যস্তরে জোড়া স্বর্ণপদক জয়ের পর ২০২৬-এ ন্যাশনালে খেলবে ঋদ্ধি। তিন বছর বয়স থেকে ক্যারাটে শেখে,এর আগেও একাধিক প্রতিযোগিতার সাফল্য অর্জন করেছে সে।তবে শুধু ক্যারাটেই নয় পড়াশোনা ও ছবি আঁকাতে ও পারদর্শী ঋদ্ধি।
advertisement
4/6
ঋদ্ধির বাবা বলেন,
ঋদ্ধির বাবা বলেন, "ছেলের এত কম বয়সে এই সাফল্যে অত্যন্ত খুশি তিনি। এই জয় এর পুরো কৃতিত্ব ওর কোচকে দেব।পাশাপাশি ছেলের চেষ্টা তো অবশ্যই আছে। আজ রাজ্যের মধ্যে প্রথম হয়েছে আসা করি আগামীতে গোটা ভারতবর্ষ জুড়ে নাম করবে। এ ছাড়া ও সামনে আরও বড় জায়গায় অংশগ্রহণ করতে চলেছে ন্যাশনালে, সেখানেও সফল হবে আশা করি"।
advertisement
5/6
ঋদ্ধির মা বলেন,এই জয় মুখে বলে প্রকাশ করা যাবে না এতটাই আনন্দিত,ছেলের জন্য গর্ববোধ হচ্ছে। আসা করি আগামীতে আমাদের সব টুকু দিয়ে ওকে অনেক উঁচু পর্যায় নিয়ে যাওয়ার চেষ্টা করব।
ঋদ্ধির মা বলেন,এই জয় মুখে বলে প্রকাশ করা যাবে না এতটাই আনন্দিত,ছেলের জন্য গর্ববোধ হচ্ছে। আসা করি আগামীতে আমাদের সব টুকু দিয়ে ওকে অনেক উঁচু পর্যায় নিয়ে যাওয়ার চেষ্টা করব।
advertisement
6/6
ঋদ্ধির কোচ শেখ ইসমাইল বলেন, ৮/১০ বছরের বিভাগে ২০ জন প্রতিযোগীকে পরাস্ত করে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করে আমাদের সকলের মুখ উজ্জ্বল করেছে ঋদ্ধি। এতে খুবই আনন্দিত লাগছে এবং আগামীতে ঋদ্ধি একটি ন্যাশনালে চান্স পেয়েছে,যেটি উড়িষ্যা ভুবনেশ্বরে হবে।এই জয় এর পিছনে ওর নিজেরও অনেক প্রচেষ্টা রয়েছে ।প্রতিদিন বাড়িতে দু'ঘণ্টা সে অনুশীলন করে পাশাপাশি প্রত্যেকদিন ক্লাসে আসে কোনরকম ক্লাস মিস করে না। (ছবি ও তথ্য সূত্র: সায়নী সরকার)।
ঋদ্ধির কোচ শেখ ইসমাইল বলেন, ৮/১০ বছরের বিভাগে ২০ জন প্রতিযোগীকে পরাস্ত করে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করে আমাদের সকলের মুখ উজ্জ্বল করেছে ঋদ্ধি। এতে খুবই আনন্দিত লাগছে এবং আগামীতে ঋদ্ধি একটি ন্যাশনালে চান্স পেয়েছে,যেটি উড়িষ্যা ভুবনেশ্বরে হবে।এই জয় এর পিছনে ওর নিজেরও অনেক প্রচেষ্টা রয়েছে ।প্রতিদিন বাড়িতে দু'ঘণ্টা সে অনুশীলন করে পাশাপাশি প্রত্যেকদিন ক্লাসে আসে কোনরকম ক্লাস মিস করে না। (ছবি ও তথ্য সূত্র: সায়নী সরকার)
advertisement
advertisement
advertisement