Cha and Adda: গণেশের চায়ের দোকানে উপচে পড়া ভিড়, এখানে যে চায়ের সঙ্গে ‘টা’ ফ্রি, আড্ডা মারার অভিনব সঙ্গী

Last Updated:

Cha and Adda: চায়ের সঙ্গে টা বললেও অনেকেই চা খান টা ছাড়াই, কিন্তু বাঙালির চায়ের সঙ্গে যেটা না হলেই চলে না সেটাই ফ্রিতে মেলে গণেশের চা দোকানে..

+
গণেশের

গণেশের চায়ের দোকান

পশ্চিম মেদিনীপুর: বাঙালির আবেগ ও ভালোবাসা চা। এখানে আদা, লেবুর চা থেকে বিভিন্ন ফ্লেভারের চা পাওয়া যায়। তবে শুধু ফ্লেভারের চা নয়, এবার চায়ের সঙ্গে টা’ও একদম ফ্রি। তবে কী এই ‘টা’? যা নিজেই ফ্রি তে দিচ্ছেন এই চা বিক্রেতা। সারাদিনের ক্লান্তি কাটাতে গরম চা’এ চুমুক দেন অনেকে। ধোঁয়া ওঠা চা এর সঙ্গে সঙ্গে আপনার সামনে বিনোদন যদি একদম বিনামূল্যে থাকে, তবে বিষয়টা ঠিক কেমন হয়। বিষয়টা এমন হয়ে দাঁড়ায়, চল… মজা লেতে হে।
এমনই এক চা বিক্রেতার গল্প অবাক করবে। পাশাপাশি শুধুমাত্র গরম চায়ে চুমুক দিতে দিতে আনন্দ বিনোদনের একমাত্র জায়গায় এটি। চায়ের সঙ্গে টা হিসেবে ফ্রি কথা বলা পুতুল। আর বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন চা প্রেমীরা।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুরের বেলদার এক পরিচিত চায়ের দোকান চায়ের আড্ডা, যা অবশ্য গনেশের চায়ের দোকান নামে পরিচিত। এই দোকানে পাওয়া যায় বিভিন্ন ভ্যারাইটির চা। দোকানের মালিক অভিজিৎ মাইতি। করোনার সময় যখন ঘরবন্দি জীবন, ব্যবসা নেই। তখন মোবাইল মেকানিক এর কাজ ছেড়ে বাড়িতে চায়ের দোকান খোলেন। বর্তমানে সেই চায়ের দোকানের পপুলারিটি বেশ। তবে এখন বাড়তি সংযোজন কথা বলা পুতুল। যা পরিবেশন করেন অভিজিৎ নিজেই। বিভিন্ন স্টেজ প্রোগ্রাম এর পাশাপাশি দোকানে চাপ কম থাকলে চা খেতে আসা গ্রাহকদের তিনি এই কথা বলা পুতুল পরিবেশন করেন।
advertisement
কী এই কথা বলা পুতুল বা ভেন্ট্রিলোকুইস্ট? হাতে একটি পুতুল নিয়ে দুটো চরিত্রে কথা বলতে হয়। একটি মনে হয় যেন পুতুল কথা বলছে। অভিজিৎ অনলাইন মাধ্যমে বিভিন্ন ভিডিও দেখে এবং কলকাতার এক পরিচিত বন্ধুর থেকেই শিখেছেন এই বিশেষ শিল্প প্রদর্শন। ছোট বড় স্টেজ প্রোগ্রাম এর পাশাপাশি তার প্রধান দর্শক চা দোকানে আসা খদ্দেরেরা। সন্ধ্যা হোক কিংবা সকাল তাদের সামনে পরিবেশন করে এই কথা বলা পুতুলের বিষয়। সেই কথা বলা পুতুল বা অভিজিতের বাঁদরের নাম আপদ। দোকানে আসা খদ্দেরদের আপদ চেনে। সবার খোঁজ খবর নেয়। আর তাতেই বেশ আনন্দ পান তারা। কেউ কেউ ভিডিও করেন আবার কেউ চা পান করতে করতে উপভোগ করেন।
advertisement
শুধু ফ্লেভারের চা খেতে নয়, শীতের সন্ধ্যায় এন্টারটেইনের এক দারুণ জায়গা এই চায়ের আড্ডা। গরম চায়ের সঙ্গে ফ্রি এই বিশেষ বিনোদন। যা করে থাকেন শুধুমাত্র এই চা বিক্রেতা। সন্ধ্যার বেস্ট ঠিকানা গণেশের চায়ের দোকান। সারাদিনের ক্লান্তি মুক্তি দিতে এবং আপদের মজা নিতে ছুটে আসছেন গ্রাহকেরা।
Ranjan Chandra
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cha and Adda: গণেশের চায়ের দোকানে উপচে পড়া ভিড়, এখানে যে চায়ের সঙ্গে ‘টা’ ফ্রি, আড্ডা মারার অভিনব সঙ্গী
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement