Cha and Adda: গণেশের চায়ের দোকানে উপচে পড়া ভিড়, এখানে যে চায়ের সঙ্গে ‘টা’ ফ্রি, আড্ডা মারার অভিনব সঙ্গী

Last Updated:

Cha and Adda: চায়ের সঙ্গে টা বললেও অনেকেই চা খান টা ছাড়াই, কিন্তু বাঙালির চায়ের সঙ্গে যেটা না হলেই চলে না সেটাই ফ্রিতে মেলে গণেশের চা দোকানে..

+
গণেশের

গণেশের চায়ের দোকান

পশ্চিম মেদিনীপুর: বাঙালির আবেগ ও ভালোবাসা চা। এখানে আদা, লেবুর চা থেকে বিভিন্ন ফ্লেভারের চা পাওয়া যায়। তবে শুধু ফ্লেভারের চা নয়, এবার চায়ের সঙ্গে টা’ও একদম ফ্রি। তবে কী এই ‘টা’? যা নিজেই ফ্রি তে দিচ্ছেন এই চা বিক্রেতা। সারাদিনের ক্লান্তি কাটাতে গরম চা’এ চুমুক দেন অনেকে। ধোঁয়া ওঠা চা এর সঙ্গে সঙ্গে আপনার সামনে বিনোদন যদি একদম বিনামূল্যে থাকে, তবে বিষয়টা ঠিক কেমন হয়। বিষয়টা এমন হয়ে দাঁড়ায়, চল… মজা লেতে হে।
এমনই এক চা বিক্রেতার গল্প অবাক করবে। পাশাপাশি শুধুমাত্র গরম চায়ে চুমুক দিতে দিতে আনন্দ বিনোদনের একমাত্র জায়গায় এটি। চায়ের সঙ্গে টা হিসেবে ফ্রি কথা বলা পুতুল। আর বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন চা প্রেমীরা।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুরের বেলদার এক পরিচিত চায়ের দোকান চায়ের আড্ডা, যা অবশ্য গনেশের চায়ের দোকান নামে পরিচিত। এই দোকানে পাওয়া যায় বিভিন্ন ভ্যারাইটির চা। দোকানের মালিক অভিজিৎ মাইতি। করোনার সময় যখন ঘরবন্দি জীবন, ব্যবসা নেই। তখন মোবাইল মেকানিক এর কাজ ছেড়ে বাড়িতে চায়ের দোকান খোলেন। বর্তমানে সেই চায়ের দোকানের পপুলারিটি বেশ। তবে এখন বাড়তি সংযোজন কথা বলা পুতুল। যা পরিবেশন করেন অভিজিৎ নিজেই। বিভিন্ন স্টেজ প্রোগ্রাম এর পাশাপাশি দোকানে চাপ কম থাকলে চা খেতে আসা গ্রাহকদের তিনি এই কথা বলা পুতুল পরিবেশন করেন।
advertisement
কী এই কথা বলা পুতুল বা ভেন্ট্রিলোকুইস্ট? হাতে একটি পুতুল নিয়ে দুটো চরিত্রে কথা বলতে হয়। একটি মনে হয় যেন পুতুল কথা বলছে। অভিজিৎ অনলাইন মাধ্যমে বিভিন্ন ভিডিও দেখে এবং কলকাতার এক পরিচিত বন্ধুর থেকেই শিখেছেন এই বিশেষ শিল্প প্রদর্শন। ছোট বড় স্টেজ প্রোগ্রাম এর পাশাপাশি তার প্রধান দর্শক চা দোকানে আসা খদ্দেরেরা। সন্ধ্যা হোক কিংবা সকাল তাদের সামনে পরিবেশন করে এই কথা বলা পুতুলের বিষয়। সেই কথা বলা পুতুল বা অভিজিতের বাঁদরের নাম আপদ। দোকানে আসা খদ্দেরদের আপদ চেনে। সবার খোঁজ খবর নেয়। আর তাতেই বেশ আনন্দ পান তারা। কেউ কেউ ভিডিও করেন আবার কেউ চা পান করতে করতে উপভোগ করেন।
advertisement
শুধু ফ্লেভারের চা খেতে নয়, শীতের সন্ধ্যায় এন্টারটেইনের এক দারুণ জায়গা এই চায়ের আড্ডা। গরম চায়ের সঙ্গে ফ্রি এই বিশেষ বিনোদন। যা করে থাকেন শুধুমাত্র এই চা বিক্রেতা। সন্ধ্যার বেস্ট ঠিকানা গণেশের চায়ের দোকান। সারাদিনের ক্লান্তি মুক্তি দিতে এবং আপদের মজা নিতে ছুটে আসছেন গ্রাহকেরা।
Ranjan Chandra
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cha and Adda: গণেশের চায়ের দোকানে উপচে পড়া ভিড়, এখানে যে চায়ের সঙ্গে ‘টা’ ফ্রি, আড্ডা মারার অভিনব সঙ্গী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement