জানা গিয়েছে, কান্দি মহকুমা আদালতে সাবিনা বেগম নামে একজন বৈধ আইনজীবী রয়েছেন। তাঁর নাম ব্যবহার করেই অভিযুক্ত ভুয়ো ল ক্লার্ক এলাকা থেকে টাকা তুলতেন। এই নিয়ে কান্দি থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
আরও পড়ুনঃ সোনারুন্দি রাজবাড়িতে মর্মান্তিক ঘটনা! হঠাৎ ঝাঁকে ঝাঁকে মাছের মৃত্যু, রহস্য উদঘাটন করতে শুরু তদন্ত
advertisement
লিখিত অভিযোগ দায়ের হতেই শুরু হয় তদন্ত। এবার সেই ঘটনার তদন্তে নেমে ওই ভুয়ো ল ক্লার্ক সাবিনাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতকে বুধবার দুপুরে কান্দি মহকুমা আদালতে তোলা হয়। জানা যাচ্ছে, সমস্ত দিক বিবেচনা করে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
প্রসঙ্গত, বিভিন্ন সময়ে নানাভাবে প্রতারণার ঘটনা সামনে এসেছে। এবার যেমন অভিযোগ, কান্দিতে এক বৈধ আইনজীবীর নাম ব্যবহার করে এলাকা থেকে টাকা তুলতেন এক ভুয়ো ল ক্লার্ক। এই নিয়ে কান্দি থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনার তদন্তে নেমে ওই ভুয়ো ল ক্লার্ককে গ্রেফতার করল পুলিশ। এদিন তাঁকে কান্দি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
