পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সোলেমান সেখ (২০), আরমান সেখ (১৯) ও কালু সেখ (১৮)। সকলের বাড়ি লালগোলা থানার অন্তর্গত দেওয়ানসারা গ্রাম পঞ্চায়েতের অধীনে মৃদ্দাগপুর গ্রামে। জানা গিয়েছে, বুধবার রাতে তিনজন অতি দ্রুত গতিতে মোটরবাইক চালিয়ে যাওয়ার সময় দু’জন পথচারী মহিলাকে ধাক্কা মারে। গুরুতর আহত হন একজন মহিলা এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইকে থাকা দু’জনের।
advertisement
আরও পড়ুনঃ সোনারুন্দি রাজবাড়িতে মর্মান্তিক ঘটনা! হঠাৎ ঝাঁকে ঝাঁকে মাছের মৃত্যু, রহস্য উদঘাটন করতে শুরু তদন্ত
গুরুতর আহত অবস্থায় আরও একজনকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে রাস্তাতেই মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লালগোলা থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে মর্মান্তিক এই ঘটনার জেরে গোটা গ্রাম জুড়ে কান্নার রোল নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মোটরবাইকে থাকা তিনজন আরোহীর কারও মাথায় হেলমেট ছিল না। এমনকি গাড়ির গতিবেগও ছিল অত্যন্ত বেশি।






