আরও পড়ুন: কালীপুজোর আগে হাতে এল শারদ সম্মান
গ্রামের শিক্ষা অনুরাগী, প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গঙ্গাধরপুর যুগবাণী ক্লাবের সহযোগিতায় এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে। চাইল্ড কেয়ার ইনস্টিটিউট প্রতিষ্ঠার মূল লক্ষ্য হল, প্রাথমিক স্কুলে পড়ুয়ার সংখ্যা বৃদ্ধি করা। প্রাথমিক স্কুল গ্রামের মানুষের কাছে পবিত্র মন্দিরের মতো। বহু অভিভাবক এখন মনে করছেন, প্রাইভেট স্কুল নয়, গ্রামের ছেলেমেয়েরা শিক্ষা লাভ করুক গ্রামের বিদ্যালয় থেকেই। গঙ্গাধরপুর গ্রামে পানিহিজলি শিবতলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় গ্রামের মানুষ আস্থা পেয়েছে। সেই দিক থেকে এই চাইল্ড কেয়ার ইনস্টিটিউটও প্রকৃত শিক্ষা উপযোগী হবে।
advertisement
স্কুল ক্যাম্পাসের মধ্যেই প্রায় দুই মাস হল পঠন-পাঠন শুরু হয়েছে চাইল্ড কেয়ার ইনস্টিটিউটে। শুরুতে উনিশ জন শিশু যুক্ত হয়। অল্পদিনেই সংখ্যাটা বাড়তে শুরু করেছে। চার-পাঁচজন শিক্ষিকা খেলার ছলে বিভিন্ন কৌশলে শিশুদের লেখাপড়ার শেখাচ্ছেন। এখান থেকে শিশুরা কিছু শিখবে বলেই মনে করছেন অভিভাবকরা। প্রতিদিন সকাল ১০:৩০ থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে শিশুদের পঠনপাঠন। ৩ বছর থেকে ৫ বছরের শিশুরা এখানে লেখাপড়া করার সুযোগ পাবে। মূলত তিন বছর থেকে শিশুদের প্রাইভেট স্কুলমুখী হয়ে যাওয়ার প্রবণতা রুখতেই এই উদ্যোগ। সেইদিকে গুরুত্ব রেখেই প্রাইভেট স্কুলের সমতুল্য করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। দারুনভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও গ্রামের মানুষ।
রাকেশ মাইতি