Murshidabad News: কালীপুজোর আগে হাতে এল শারদ সম্মান

Last Updated:

এবছর দুর্গাপুজোয় কান্দি শহরের ৮৬ টি পুজো কমিটি প্রতিদ্বন্দ্বিতা করে। পুরস্কারের জন্য ৫ টি বিভাগকে বিবেচনা করা হয়েছে

+
title=

মুর্শিদাবাদ: পুরসভার উদ্যোগ কান্দি শহরের বিভিন্ন পুজো কমিটির হাতে তুলে দেওয়া হল শারদ সম্মান ২০২৩। শুক্রবার কালীপুজোর আগে ধনতেরাসের সন্ধেয় মুর্শিদাবাদ জেলার কান্দি পুরসভার উদ্যোগে বিজয়া সন্মেলনীর আয়োজন করা হয়। কান্দি রামেন্দ্রসুন্দর ত্রিবেদী অডিটোরিয়ামে এই বিজয়া সম্মিলনীর আসর বসে। উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার, কান্দির পুরপ্রধান জয়দেব ঘটক সহ অন্যান্য কাউন্সিলররা।
এবছর দুর্গাপুজোয় কান্দি শহরের ৮৬ টি পুজো কমিটি প্রতিদ্বন্দ্বিতা করে। পুরস্কারের জন্য ৫ টি বিভাগকে বিবেচনা করা হয়েছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পুজোকমিটিগুলোর হাতে তুলে দেওয়া হয়। সেরা প্রতিমা, আলোকসজ্জা, মণ্ডপসজ্জা, সমাজসেবা, মহিলা পরিচালিত দুর্গাপুজোর পুরস্কার দেওয়া হয়েছে।
advertisement
advertisement
মুর্শিদাবাদ জেলার কান্দি পুরসভার উদ্যোগে কয়েক বছর ধরেই দুর্গাপুজো উপলক্ষে শারদ সম্মান আয়োজন করা হচ্ছে। পাশাপাশি গতবছর থেকে পুরসভা উদ্যোগে কার্নিভালের আয়োজন করা হয়। এবছর কার্নিভাল ছিল জমজমাট। কালীপুজোর আগে দেওয়া হল পুজোর পুরস্কার। শহরের মধ্যে প্রতিমাতে প্রথম হল জেমো ইন্দ্রতলা দুর্গাপুজো কমিটি। পাশাপাশি অরবিন্দ স্পোর্টিং ক্লাব, যারা এবছর লালকেল্লা তৈরি করে চমক দিয়েছিল তাদের ঝুড়িতেও মিলেছে দুটি পুরস্কার।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: কালীপুজোর আগে হাতে এল শারদ সম্মান
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement