বীরভূমের বোলপুরের এই বাসিন্দা বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এমএ-র ছাত্র।২০২১ সাল থেকে বিভিন্ন ট্রেনের রেপ্লিকা সংগ্রহ করে আস্ত এক বাড়িটিকে ট্রেনের মিউজিয়ামে পরিণত করেছেন। যেখানে DR+52 দ্বিতীয় বিশ্বযুদ্ধের ট্রেনের রেপ্লিকা থেকে শুরু করে ব্রিটেনের স্টিম ইঞ্জিন ও পূর্ব ভারতের প্রথম রেল ইঞ্জিনের রেপ্লিকা। তবে কোথায় পেলেন এই সমস্ত ট্রেনের রেপ্লিকা! এ বিষয়ে জানা যায়, এইসব ট্রেনের রেপ্লিকা কখনও ইংল্যান্ড, কখনও জাপান আবার কখনও অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছে।
advertisement
আরও পড়ুন: নেলপলিশ হোক বা লিপস্টিক! সবেতেই লাগে পোকার লালা গালা, জানুন পুরো গল্প
শুধুই কি তাই, এর পাশাপাশি রয়েছে রেলের ল্যাম্প, যে ল্যাম্প কখনও রেলের গার্ডরা ব্যবহার করতেন, আবার কখনও রেল ইঞ্জিনের সামনে লাগানো থাকত। এই সমস্ত রেলের টুকিটাকি জিনিস দিয়ে ভরে তুলেছেন গোটা ঘরটিকে। প্রশ্ন হল, হঠাৎ কেন এই সমস্ত জিনিস নিয়ে ইচ্ছা জাগতে শুরু করল বোলপুরের বাসিন্দা শ্রয়ান বোসের! তিনি জানান, ছোট থেকেই ট্রেনে চড়ে বিভিন্ন জায়গা ঘুরতে ভালবাসেন তিনি। আর সেই থেকেই ট্রেনের বগি থেকে শুরু করে ট্রেনের ইঞ্জিন সম্পর্কে জানার আগ্রহ বাড়তে শুরু করে তার মনের মধ্যে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আর তা থেকেই বিভিন্ন বই ঘেঁটে, ইউটিউব দেখে বিভিন্ন ট্রেনের ইঞ্জিন বগি সম্বন্ধে রিসার্চ শুরু করেন। যখন যে বগিটি যে ইঞ্জিনটি রেলের ভাল লেগেছে সেটি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে রেপ্লিকা হিসাবে অর্ডার করে দিয়েছেন। আগামী দিনে আরও বিভিন্ন ট্রেনের ইঞ্জিল সম্পর্কে রিসার্চ করে সেগুলি তার বাড়িতে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।
সৌভিক রায়





