Gala: নেলপলিশ হোক বা লিপস্টিক! সবেতেই লাগে পোকার লালা গালা, জানুন পুরো গল্প

Last Updated:

কি এই গালা শিল্প? কোথায় তৈরি হয়, জানুন বিস্তারিত

+
নেলপলিশ

নেলপলিশ লিপস্টিক

বীরভূম: একসময় আমাদের ভারতবর্ষে গালা শিল্পের পীঠস্থান ছিল বীরভূমের ইলামবাজার। মুঘল থেকে ব্রিটিশ আমল, গালার রমরমা বাণিজ্য কেন্দ্র ইলামবাজার আজ কোথাও যেন হারিয়ে গেছে। ইলামবাজারের সেই প্রাচীন হারিয়ে যাওয়া গালা শিল্পকে এখনও বাঁচিয়ে রেখেছেন বীরভূমের বোলপুরের সুরুল গ্রামের বাসিন্দা শেখ ইউসুফ আলি। ইলামবাজারে এই শিল্পের ধারক ও বাহক ছিলেন গুঁই সম্প্রদায়ের মানুষজন। একদা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে বোলপুর শান্তিনিকেতন বিশ্বভারতীর শিল্প সদনে গোপাল গুঁই ও নেপাল গুঁই গালা শিল্পের প্রশিক্ষণ দিতে এসেছিলেন। তবে সময়ের গ্যাঁড়াকলে তা বন্ধ হয়ে যায়।
তবে এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে এই ইউসুফ আলী আসলে কে? তাহলে জেনে রাখুন এই গুঁই পরিবারের অজিত গুঁইয়ের ছাত্র শিল্পী শেখ ইউসুফ আলি। তাঁর গালার অনবদ্য সব শিল্পকর্মগুলি তাক লাগানোর মত। তবে অনেকেই জানেন না এই গালা আসলে কি জিনিস। এবার চলুন জেনে নেওয়া যাক সেই বিষয়ে। গালা হল এক ধরনের পোকার বাসস্থান। সেই পোকাটি হল লাক্ষা পোকার। লাক্ষা পোকা গাছের ডালপালা ও পাতার রস পান করে, তারপর গাছের ডালে লালা নির্গত করে বাসা তৈরি করে।
advertisement
advertisement
এই বাসায় হল গালা। বিশেষ করে কুল, পলাশ, কুসুম, অরহর, পাকুর প্রভৃতি গাছে গালা পাওয়া যায়। এই গাছগুলি থেকে গালা সংগ্রহ করা হয়, যা এই শিল্পের মূল কাঁচামাল। শিল্প সামগ্রী তৈরি ছাড়াও গালা আসবাপত্র থেকে মাটির পুতুল, মূর্তি প্রভৃতি বার্নিশ করতে কাজে লাগে। এছাড়া প্রত্যেক দিনের ব্যবহারের জন্য জুতো পালিশ, মেয়েদের নেলপলিশ, লিপস্টিকে গালার ব্যবহার হয়ে থাকে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ভারতে গালা শিল্পের অন্যতম পীঠস্থান বীরভূমের ইলামবাজার। অজয় নদের পাড়ে এই ইলামবাজার জলপথে যাতায়াতের সুবিধার জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র ছিল একসময়। এছাড়া, ইলামবাজারে রয়েছে বিস্তীর্ণ বনাঞ্চল। ফলে সহজে এখান থেকেই গালা সংগ্রহ করা যেত। আর ইলামবাজারের গালা গুণগত উৎকৃষ্টতার জন্য প্রসিদ্ধ ছিল। মুঘল আমল থেকে এখানে গালা শিল্পের রমরমা ছিল একসময়।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gala: নেলপলিশ হোক বা লিপস্টিক! সবেতেই লাগে পোকার লালা গালা, জানুন পুরো গল্প
Next Article
advertisement
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
  • কেন্দ্র দূষিত কাশির সিরাপের কারণে মৃত্যুর পর কাশির সিরাপ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করতে চলেছে.

  • ডিসিসি প্রস্তাব করেছে কাশির সিরাপকে শিডিউল কে তালিকা থেকে বাদ দেওয়া উচিত, যা লাইসেন্স ছাড়া বিক্রি হয়.

  • মধ্যপ্রদেশে দূষিত কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর পর WHO সতর্কতা জারি করেছে.

VIEW MORE
advertisement
advertisement