প্রায় ১৯ বছর আগে বৈধ পাসপোর্ট ভিসা নিয়ে দুবাইয়ের কাজের সন্ধানে যান বিপুল বেতাল। আগে বৈধ পাসপোর্ট ভিসা নিয়ে দুবাই-ভারতে যাতায়াত করলেও বর্তমানে দুবাইয়ে অবৈধ বাসিন্দার তকমা নিয়ে ঘুরছেন তিনি। পাসপোর্ট নবীকরণের আবেদন করেও কোনও কাজ হচ্ছে না বলে অভিযোগ তাঁর পরিবারের।
আরও পড়ুন: বয়স অনুযায়ী হাঁটার পরিমাণ আলাদা, রোজ যত খুশি হাঁটলে উল্টে শরীরের ক্ষতি! কতটা হাঁটবেন জানুন
advertisement
পাসপোর্ট নবীকরণ না হওয়ায় এখন তাঁকে প্রতিদিন জরিমানা দিতে হচ্ছে। কারণ দুবাইয়ের নিয়ম অনুযায়ী এখন তিনি অবৈধভাবে রয়েছেন। জরিমানা না দিলে কিছুদিনের মধ্যেই তাঁকে জেলে যেতে হতে পারে। এদিকে এই খবরে চিন্তায় পড়েছেন বিপুলের বাবা-মা। পরিবার সূত্রে খবর, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বিপুলের পাসপোর্ট নবীকরণের জন্য আবেদন জমা দেওয়া হয়। এরপর সেখান থেকে কাগজপত্র যাচাইয়ের জন্য নামখানার ডিআইবি অফিসে পাঠানো হয়। এরপর আর কী হয়েছে তা বুঝতে পারছেন না কেউই।
আরও পড়ুন: মৃত্যুর দু’ঘণ্টা আগে কার সঙ্গে ফোনে কথা বলেছিলেন সতীশ শাহ? নামটা শুনলে চোখের জল ধরে রাখতে পারবেন না!
বিপুলের বাবা মৃত্যুঞ্জয় বেতাল জানিয়েছেন, ‘প্রথমে ভেবেছিলাম ভুল করে দেরী হচ্ছে। এখন বুঝতে পারছি, কেউ আমাদের কথা শুনছে না। কাকদ্বীপ-কলকাতা ঘুরেও কোনও ফল পাচ্ছি না।’ যদিও এ নিয়ে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও নালাভাট জানিয়েছেন, “পাসপোর্ট নবীকরণের জন্য পুলিশের কাছে কোনও কাগজ আসেনি। এলে দ্রত কাজ করে পাঠিয়ে দেব।” কীভাবে এই ঘটনা ঘটল তা বুঝতে পারছেন না কেউই। তবে দ্রুত এই সমস্যার সমাধান হোক এটাই চাইছেন সকলেই।






