Firework: লক্ষ লক্ষ টাকার বিশেষ আতশবাজি প্রদর্শনী কান্দিতে! আলোয় আলোকিত নদীর ঘাট, জমেছে বিপুল ভিড়

Last Updated : দক্ষিণবঙ্গ
মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে কালীপুজো উপলক্ষে নদীর ঘাটে আতশবাজী প্রদর্শনী করা হল। বেশ কয়েক বছর পর এবছর আতশবাজী প্রদর্শনী করা হয়। যা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষ ।প্রায় লক্ষাধিক টাকা মুল্যর গ্রীন কার্ড আতশবাজী প্রদর্শনী করা হল। জানা গিয়েছে, রঙবেরঙের আতসবাজির ঝলকানি প্রত‍্যক্ষ‍ করতে সেখানে এসেছিলেন সাধারণ মানুষজন। প্রতি বছর কালী পুজো উপলক্ষে এই আতসবাজির প্রদর্শনীর আয়োজন করা হয়। এ বছরও তার কোনো ব‍্যাতিক্রম হয়নি। প্রায় কয়েক বছর ধরে চলে আসছে এই উৎসব। ফুলঝুরি, রাশিয়ান স্টার, ফুলতাল, মালা সহ একাধিক আতসবাজির প্রদর্শিত হয় সেখানে।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
Firework: লক্ষ লক্ষ টাকার বিশেষ আতশবাজি প্রদর্শনী কান্দিতে! আলোয় আলোকিত নদীর ঘাট, জমেছে বিপুল ভিড়
advertisement
advertisement