কলকাতা: বাংলায় ভোটার তালিকার বিশেষ আমূল সংশোধন করার কথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। সোমবার বিকেল চারটে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডেকেছে তারা। সেখানেই সম্ভবত বাংলা-সহ ১০ থেকে ১৫টি রাজ্যে এসআইআর শুরুর ঘোষণা করবে তারা। এর পাশাপাশি মঙ্গলবার সন্ধ্যা বা রাতে অন্ধ্রের মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মাঝে কাকিনাড়ায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘মন্থা’। তখন ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। দমকা হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটারও। সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ভারতে খেলতে এসে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের দুই মহিলা খেলোয়াড়। ইনদওরের ঘটনায় যেখানে বিশ্বের কাছে ভারতের মাথা নিচু হয়ে গিয়েছে, মধ্য প্রদেশ ক্রিকেট বোর্ডও ক্ষমা চেয়েছে, সেখানেই বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়। তিনি বললেন, “এই ঘটনা ওই খেলোয়াড়দের কাছে একটা শিক্ষা”। তাঁর বক্তব্য, বাইরে বেরোনোর সময় ওই মহিলা ক্রিকেটারদের স্থানীয় প্রশাসনকে জানানো উচিত ছিল। ওই ঘটনা থেকে সকলের শিক্ষা নেওয়ার প্রয়োজন রয়েছে বলেও মনে করেন একদা পশ্চিমবঙ্গের রাজনীতিতে সক্রিয় বিজয়বর্গীয়।
নিরাপত্তারক্ষীকে রাস্তায় ফেলে মারধর ! প্রিন্স আনোয়ার শাহ রোডে উত্তেজনা ৷ ক্যাফেতে অবৈধভাবে হুক্কা পার্লার! বাড়ির মালিক প্রতিবাদ করায় চড়াও! মালিককে না পেয়ে নিরাপত্তারক্ষীকে মারধর করা হয় বলে অভিযোগ! পালটা বাড়িওয়ালার বিরুদ্ধে সরব ক্যাফে মালিক। চুক্তির বাইরে টাকা দাবি করার অভিযোগ। না দিলে মিথ্যা মামলার হুঁশিয়ারির অভিযোগ। থানায় অভিযোগ দায়ের দু’পক্ষের।
ঝাউবনে মিলল নিখোঁজ কিশোরীর দেহ ! হাত-পা বাঁধা এক কিশোরীর দেহ উদ্ধার। কিশোরীর গলায় ওড়নার ফাঁস জড়ানো ছিল! পূর্ব মেদিনীপুরে কাঁথির জুনপুটের ঘটনা। মৃত কিশোরী দেশপ্রাণ ২ ব্লকের বাসিন্দা। শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল ওই কিশোরী বলে জানা গিয়েছে। ঝাউবন থেকে কিশোরীর হাত-পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কাঁথির জুনপুট কোস্টাল থানার গোপালপুরে। গোপালপুর সমুদ্র উপকূলে কাদুয়া মুকুন্দপুরের কাছে রবিবার সন্ধ্যায় হাত-পা বাঁধা ও গলায় ওড়না জড়ানো অবস্থায় এই কিশোরীর দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা কেউই প্রথমে চিনতে পারেননি ওই তরুণীকে। এরপর খবর দেওয়া হয় জুনপুট কোস্টাল থানায়, খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি দারুয়া মহকুমা হাসপাতালে পাঠায়। তবে কী কারণে খুন কিংবা এই কিশোরীকে অন্য কোথাও খুন করে এখানে নিয়ে ফেলা হয়েছে কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে জুনপুট কোস্টাল থানার পুলিশ।
গ্রেফতার ইরানি গ্যাংয়ের মাস্টারমাইন্ড। হাওড়ার গোলাবাড়ি থানার হাতে পাকড়াও। দিল্লিতে ধৃত পাণ্ডা মোর্তাজা আলি-সহ ২। রাজ্যে ছিনতাই-বাইক চুরিতে যুক্ত এই গ্যাং। ১২ জুলাই গোলাবাড়ি-সহ ৬ জায়গায় হাতসাফাই। পরপর চুরি-ছিনতাই করে চম্পট দেয় মোর্তাজা। মোবাইল ট্র্যাক করে দিল্লিতে হদিশ। দিল্লি ক্রাইম ব্রাঞ্চের মদতে পাকড়াও ২। আগে দেশজুড়ে গ্রেফতার এই গ্যাংয়ের একাধিক।
ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের ৯ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলি হল কাকিনাড়া, কোনা সীমা, পশ্চিম গোদাবরী, এলুরু, কৃষ্ণা, গুন্টুর, বাপাতলা, প্রকাশম এবং এসপিএসআর নেলোর। এই নয় জেলার স্কুলগুলি সোমবার থেকে দু’দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। ঘূর্ণিঝড়ের সর্বাধিক অভিঘাত অন্ধ্রের উপর পড়লেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ওড়িশার বিস্তীর্ণ অংশে। সে কথা মাথায় রেখে রাজ্যের ৩০টি জেলাকেই সতর্ক করেছে ওড়িশা প্রশাসন।
স্বামী-স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। ডায়মন্ড হারবারের কুলেশ্বর এলাকার ঘটনা। বিয়ের এক মাসের মধ্যে দম্পতির মৃত্যু। ঝুলন্ত অবস্থায় দেখেন পরিবারের লোকজন। বচসার জের আত্মহত্যা বলে অনুমান। তদন্তে ডায়মন্ড হারবার থানার পুলিশ।
শ্যামপুকুরে গৃহবধূকে খুন করে আত্মহত্যা সাজানোর চেষ্টা ! গ্রেফতার স্বামী সুমিত পুরকাইত ৷ মৃতের নাম পূজা পুরকাইত। মৃতের পরিবারের সদস্যরা আত্মহত্যার তত্ত্ব মানতে নারাজ। গত শনিবার মহিলার ভাসুর পূজাকে হাসপাতালে নিয়ে গিয়ে আত্মহত্যার ঘটনা বলেন। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ বাড়িতে গেলে একটা সুইসাইড নোট উদ্ধার হয়। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরোধ করে মৃত্যুর ইঙ্গিত মেলে। গতকাল, রবিবার রাতে মৃতের স্বামী থানায় আত্মসমর্পণ করে। গ্রেফতার মৃতের স্বামী ৷
মালয়েশিয়ার কুয়ালা লামপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির গোষ্ঠী ‘ASEAN’-এর বার্ষিক সম্মেলনে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। সোমবার সম্মেলনের ফাঁকে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়োর সঙ্গে দেখা করলেন তিনি। আলোচনা হল দুই দেশের মধ্যে চলমান বাণিজ্যচুক্তি নিয়েও।
ISF-এর রক্তদান শিবিরের গেটে আগুন! গেট পুড়িয়ে দেওয়ার অভিযোগ ISF-এর। ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকার ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF-এর । হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। তদন্তে উত্তর কাশীপুর থানার পুলিশ। আইএসএফের রক্তদান শিবিরের গেট পুড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে সোমবার উত্তেজনা ছড়ায় ভাঙড়ে। কৃষ্ণমাটি ব্রিজের কাছে আইএসএফের রক্তদান শিবিরের গেট পুড়িয়ে ভেঙে দেওয়ার অভিযোগ। অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। দোষীদের শাস্তির দাবি আইএসএফ কর্মীদের। অভিযোগ অবশ্য অস্বীকার করেছে তৃণমূল ৷
সোমবার পথকুকুর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠবে। পথকুকুর সংক্রান্ত মামলায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছিল সুপ্রিম কোর্ট। ওই স্বতঃপ্রণোদিত মামলার পাশাপাশি এই সংক্রান্ত আরও চারটি মামলার একই সঙ্গে শুনানি হবে আদালতে।
ব্রিটেনে ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে ধর্ষণের অভিযোগ। বর্ণবৈষম্যের কারণেই তরুণীকে আক্রমণ করা হয়েছে বলে জানিয়েছে সে দেশের পুলিশ। অভিযুক্ত এখনও অধরা। তার খোঁজে তল্লাশি চলছে। অভিযুক্তের সিসিটিভি ফুটেজও প্রকাশ করেছে পুলিশ।
ঘূর্ণিঝড় মন্থায় সতর্ক বাংলার উপকূল।
উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে দমকা হাওয়া।
সুন্দরবনের উপকূলে প্রশাসনের মাইকিং ব্যবস্থা।
মত্স্যজীবীদের সতর্ক করতে মাইকিং চালানো হচ্ছে।
তৃণমূল শ্রমিক নেতাকে বেধড়ক মার!
বসিরহাটের ইটিন্ডাঘাট এলাকার ঘটনা
আক্রান্ত ইটভাটার শ্রমিক সংগঠনের সম্পাদক।
অভিযোগ ইটভাটা মালিকদের একাংশের বিরুদ্ধে।
মজুরি বাড়ানোর দাবি জানানোর খেসারত?
রাতে বাড়ি ফেরার পথে লাঠি-রড দিয়ে মার!
আশঙ্কাজনক অবস্থায় ভরতি হাসপাতালে।
প্রতিবাদে কাজ বন্ধ ভাটা শ্রমিকদের।
বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি।
মূল অভিযুক্তকে বাঁচাতে টাকার টোপ !
হাসপাতালের বেডে বিস্ফোরক দাবি আক্রান্তর।
বেদিয়াপাড়ায় পুড়িয়ে খুনের চেষ্টায় গ্রেফতার মূল অভিযুক্ত।
মূল অভিযুক্ত সুমন ওরফে ‘বাগান’-এর নাম বাদ দিতে চাপ!
৫ হাজার টাকা দিয়ে সুমনের নাম বাদ দিতে টোপ!
কাউন্সিলর মৃন্ময়ের দলবলের বিরুদ্ধে অভিযোগ আক্রান্তের।
হাসপাতালে ঢুকে চাপ দেওয়ার অভিযোগ আক্রান্তের।
কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ আক্রান্ত রঞ্জিত কর্মকারের।
অবশেষে পুলিশের জালে সেই সুমন বন্দ্যোপাধ্যায়।
বেদিয়াপাড়ার ঘটনায় গ্রেফতার ২, এখনও অধরা ১ জন।
পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর দিনক্ষণ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। আজ, সোমবার বিকেল চারটে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডেকেছে কমিশন। সেখানেই কমিশন সম্ভবত SIR-এর প্রথম ধাপ ঘোষণা করবে। বিশেষ করে আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে এমন রাজ্যগুলিতে ওই সংশোধনের কাজ প্রথমে শুরু করছে কমিশন। যেখানে বাংলা-সহ ১০ থেকে ১৫টি রাজ্য থাকবে।