Eco Friendly Burning Ghat : শ্মশানেও থাকবে না দূষণের ঝামেলা, ফিল্টার করে তবে ধোঁয়া নিষ্কাশন! এই শহরে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব চুল্লি

Last Updated:

Eco Friendly Burning Ghat : প্রায় দুই কোটি টাকা ব্যয়ে চকভবানী শ্মশান কালীবাড়িতে ইলেক্ট্রিক চুল্লি তৈরি করবে বালুরঘাট পুরসভা। ইতিমধ্যেই মিলেছে অনুমোদন। টেন্ডার প্রক্রিয়ার শেষ করে শুরু হবে কাজ।

+
এখানে

এখানে তৈরি হবে ইলেকট্রিক চুল্লি

দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী : শহরে এবার বিকল্প ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা করতে চলেছে বালুরঘাট পুরসভা। খিদিরপুরের পর এবার চকভবানী শ্মশান কালীবাড়িতেও বসতে চলেছে ইলেকট্রিক চুল্লি। প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ওই ইলেকট্রিক চুল্লি তৈরি করবে বালুরঘাট পুরসভা। ইতিমধ্যেই রাজ্যের মিউনিসিপাল অ্যাফেয়ার্স থেকে ওই কাজের জন্য অনুমোদন পেয়েছে। দ্রুত টেন্ডার প্রক্রিয়া শেষ করে ওই কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।
বালুরঘাট পুরসভা সূত্রে খবর, বালুরঘাট শহরে দুইটি বড় শ্মশান রয়েছে। একটি খিদিরপুর এবং আরেকটি বালুরঘাটের চকভবানী শ্মশান কালীবাড়ি এলাকায়। বিগত পুর বোর্ডের আমলে বালুরঘাটের খিদিরপুরে ইলেকট্রিক চুল্লি বসানো হয়েছে। তবে ওই চুল্লি ঘিরে নানা অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ইলেকট্রিক চুল্লি খারাপ হয়েছিল। বর্তমান পুরবোর্ড ওই চুল্লিটি প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয় করে নতুন করে চালু করেছে। ওই চুল্লিতে মৃতদেহ সৎকারের চাপ এতটাই যে মাঝেমধ্যে তা বিকল হয়ে যায়। ফলে মৃতদেহ নিয়ে আসা আত্মীয় পরিজনদের বেশ হয়রানির শিকার হতে হয়।
advertisement
advertisement
অপরদিকে, শহরে দিনদিন জনবসতি বেড়ে চললেও চকভবানি এলাকায় এতদিন কাঠেই দেহ সৎকার করা হত। বাসিন্দাদের তাই দীর্ঘদিন ধরেই দাবি ছিল, বৈদ্যুতিক চুল্লি চালু হোক। তাতে সৎকার যেমন দ্রুত হবে, তেমনই দেহ দাহ করার ধোঁয়া থেকেও পরিবেশ বাঁচবে। তাই বিকল্প হিসেবে শ্মশান কালীবাড়ি এলাকায় ওই ইলেকট্রিক চুল্লি তৈরি করবে পুরসভা।
advertisement
এবিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, খিদিরপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লি রয়েছে। এবার চকভবানী শ্মশান কালীবাড়িতেও ইলেকট্রিক চুল্লি বসানোর সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। ওই চুল্লির জন্য অনুমোদন মিলেছে। প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে। শহরে বিকল্প ইলেকট্রিক চুল্লি হলে পরিষেবা শহরবাসীকে আরও ভালভাবে দেওয়া যাবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যেই শ্মশান কালীবাড়ি এলাকায় পরিকাঠামো মজুত রয়েছে। শ্মশানের পাশেই রয়েছে একটি শিশু উদ্যান। তবে রাজ্য পুর দফতর শহরবাসীর দাবি পূরণে চকভবানি মহাশ্মশানে বৈদ্যুতিন চুল্লি বসানোর জন্য অনুমোদন দেয়। ফলস্বরূপ, দেহ সৎকারের সময় যে ধোঁয়া নিষ্কাশন হবে, এবার তা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে পরিশ্রুত করে চুঙ্গির মাধ্যমে উপরে উঠে যাবে। এই ইলেকট্রিক চুল্লি চালু হলে বালুরঘাট শহর এবং তার আশেপাশের অঞ্চলের সাধারণ মানুষের সুবিধা হবে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Eco Friendly Burning Ghat : শ্মশানেও থাকবে না দূষণের ঝামেলা, ফিল্টার করে তবে ধোঁয়া নিষ্কাশন! এই শহরে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব চুল্লি
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement