Malda News : ভাঙন রোধে এবার কোমর বেঁধে মাঠে নামছে রাজ্য সেচ দফতর, মালদায় বড় পরিকল্পনা! ঘুরে গেলেন চিফ ইঞ্জিনিয়ার
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Malda News : প্রতিবছরই ভুতনির কাটা বাঁধ এলাকার রিং বাঁধের এই অংশে ভাঙনের ফলে বন্যায় প্লাবিত হয়। তাই এবারে স্থায়ী সমাধানের জন্য লকগেট করে পাথর ও কংক্রিটের ঢালাই দিয়ে তৈরি করা হবে বাঁধ।
মালদহ, জিএম মোমিন: ফুলহার নদীর জলস্তর বেড়ে ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে মালদহের ভুতনির অন্যতম যাতায়াত ব্যবস্থা। প্লাবিত হয়েছে ভুতনির তিনটি গ্রাম পঞ্চায়েত। বন্যার জল কমলেও এখনও প্রতিদিন নৌকায় যাতায়াত করতে হচ্ছে দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের কাটা বাঁধ এলাকার বাসিন্দাদের। বাঁধ ভেঙে আজও অচল অবস্থায় যাতায়াতের অন্যতম রাস্তা কাটা বাঁধ। তাই সেই কাটা বাঁধ দ্রুত সংস্কার এবং স্থায়ী ভাবে নির্মাণের জন্য উদ্যোগী হল রাজ্য সেচ ও জল পথ দফতর।
প্রতিবছরই ভুতনির কাটা বাঁধ এলাকার রিং বাঁধের এই অংশে ভাঙনের ফলে বন্যায় প্লাবিত হয় গোটা ভুতনি। তাই এবারে স্থায়ী সমাধানের জন্য লকগেট করে পাথর ও কংক্রিটের ঢালাই দিয়ে তৈরি করা হবে বাঁধ। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রীর নির্দেশমতো এদিন মালদহের ভুতনি দ্বীপের দক্ষিণ চন্ডিপুর পঞ্চায়েতের কাটা বাঁধ এলাকা পরিদর্শন করেন রাজ্য সেচ দফতরের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক।
advertisement
advertisement
রাজ্য সেচ দফতরের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক জানান, “গত আগস্ট মাস থেকে মানুষ দূর্ভোগে রয়েছেন। ভুতনির যাতায়াত ব্যবস্থাকে সচল করার জন্য বাঁধটি স্থায়ীভাবে নির্মাণ করার প্রয়োজন আছে। প্রতিবছর এমন কাজ হচ্ছে সেটি জলের চাপে পড়ে যাচ্ছে দুর্ভোগে পড়ছে মানুষ। তিনি আরও বলেন, এই পরিস্থিতি যাতে আগামীতে না হয়, তার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাঁধ নির্মাণ হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় এক বাসিন্দা জানান, “প্রতিবছরই বাঁধ নির্মাণের কাজ হয় কিন্তু স্থায়ী সমাধান হয় না। আমরা চাই স্থায়ী সমাধান। লোক গেট করে কংক্রিটের বাঁধ নির্মাণ করা হোক।” উল্লেখ্য, ফি বছরই গঙ্গা ও ফুলহার নদীর জলস্তর বেড়ে প্লাবিত হয় ভুতনির তিনটি অঞ্চল। বাঁধ থাকলেও জলস্রোতের দাপটে বাঁধ ভেঙে প্লাবিত হয় গোটা ভুতনি দ্বীপ। তবে এবারে সেই সমস্যা সমাধানে রাজ্যের নতুন পরিকল্পনা কতটা কার্যকরী হয় সেটাই দেখার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
October 27, 2025 6:42 PM IST
