Elephant Attack : খিদের জ্বালায় মাথার ঠিক নেই ওদের, যখন-তখন হানা দিচ্ছে গ্রামে! কেড়েছে তিনটি প্রাণ, এবার মাঠে নামল স্পেশাল টিম
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Elephant Attack : খাবার নেই জঙ্গলে, কার্যত মাথার ঠিক নেই তাঁদের। বিকেল হলেই বাড়ছে খিদে। নিস্তব্ধতার সুযোগ নিয়ে লোকালয়ে বাড়ছে হাতির হানা। মানুষকে বাঁচাতে জলদাপাড়ায় স্পেশাল টিম।
খাবার নেই জঙ্গলে, কার্যত মাথার ঠিক নেই তাঁদের। বিকেল হলেই বাড়ছে খিদে। নিস্তব্ধতার সুযোগ নিয়ে লোকালয়ে বাড়ছে হাতির হানা। এবারে হাতির হানা থেকে এলাকাবাসীদের রক্ষা করার জন্য জলদাপাড়া বনবিভাগের পক্ষ থেকে বাড়ানো হল বনকর্মীদের টহলদারি। জঙ্গল সংলগ্ন এলাকাগুলিতে দেখা যাচ্ছে বিশেষ নজরদারি। <strong>(ছবি ও তথ্য - অনন্যা দে)</strong>
advertisement
advertisement
advertisement
advertisement








