TRENDING:

Birbhum News: বীরভূমের নতুন জেলা শাসক ধবল জৈন! জানেন তিনি কোথায় পড়াশুনা করতেন

Last Updated:
বীরভূমের নতুন জেলা শাসক ধবল জৈন, প্রযুক্তি ও প্রশাসনের মেলবন্ধনে এক দক্ষ আমলা
advertisement
1/5
বীরভূমের নতুন জেলা শাসক ধবল জৈন! জানেন তিনি কোথায় পড়াশুনা করতেন
দীর্ঘ সময় পর পরিবর্তন এল বীরভূম জেলার প্রশাসনিক নেতৃত্বে। জেলার নতুন জেলা শাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন ধবল জৈন, ২০১৪ ব্যাচের আইএএস আধিকারিক। প্রযুক্তি ও ব্যবস্থাপনা দু'ই ক্ষেত্রেই দৃঢ় ভিত্তি থাকা এই আমলা ইতিমধ্যেই রাজ্যের প্রশাসনিক পরিমণ্ডলে নিজের দক্ষতা ও নিষ্ঠার জন্য পরিচিত। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
2/5
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স ও টেলিকম ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ধবল জৈন পরবর্তীতে আইআইএম আহমেদাবাদ থেকে ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন। বাংলা, ইংরেজি ও হিন্দি এই তিন ভাষাতেই সমান সাবলীল তিনি। প্রযুক্তিগত জ্ঞান ও প্রশাসনিক বোধের সমন্বয়ে তিনি বরাবরই এক আধুনিক চিন্তাধারার আধিকারিক হিসেবে পরিচিত।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
প্রশাসনিক জীবনে ধবল জৈন পশ্চিমবঙ্গ সরকারের একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি অতীতে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের মিউনিসিপাল কমিশনার পদে দায়িত্ব পালন করেছেন, যেখানে নাগরিক পরিকাঠামো ও নগর ব্যবস্থাপনায় তাঁর নেতৃত্বের প্রশংসা হয়েছে। তাঁর নেতৃত্বে বহু নাগরিকমুখী প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
এবার বীরভূম জেলার প্রশাসনিক নেতৃত্ব তাঁর হাতে। জেলার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামো ক্ষেত্রে নতুন দিশা দেখানোর প্রত্যাশায় রয়েছেন প্রশাসনিক মহল ও সাধারণ মানুষ। জেলা শাসক হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণকে ঘিরে ইতিমধ্যেই জেলাজুড়ে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
অন্যদিকে, বিদায়ী জেলা শাসক বিধান রায়কে রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দফতরে বিশেষ সচিব পদে বদলি করা হয়েছে। দীর্ঘ সময় ধরে বীরভূমে প্রশাসনিক নেতৃত্বে থেকে তিনি একাধিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করেছেন। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বদল প্রশাসনিক স্বার্থে ও জনস্বার্থে করা হয়েছে। বিজ্ঞপ্তি জারি করেছেন পশ্চিমবঙ্গ সরকারের সচিব জগদীশ প্রসাদ মীনা।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Birbhum News: বীরভূমের নতুন জেলা শাসক ধবল জৈন! জানেন তিনি কোথায় পড়াশুনা করতেন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল