Birbhum News: রাতের অন্ধকারে আসত ড্রামবোঝাই গাড়ি! গোপন সূত্রে হানা পুলিশের, কী পাওয়া গেল জানেন? শুনলে শিউরে উঠবেন

Last Updated:

বীরভূমে তেল পাচার চক্রে পুলিশের বড়সড় সাফল্য, খয়রাকুড়ি গ্রাম থেকে উদ্ধার ১৪ হাজার লিটার অবৈধ ডিজেল ও ১২ চাকার ট্যাঙ্কার

উদ্ধার ডিজেল ও ট্যাঙ্কার
উদ্ধার ডিজেল ও ট্যাঙ্কার
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: বীরভূমের মহম্মদবাজারের খয়রাকুড়ি গ্রামে রীতিমতো সিনেমার দৃশ্যের মত অভিযান চালাল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল-সহ তেল পাচার চক্রের আঁতুড়ঘর ধরে ফেলে পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় ১৪ হাজার লিটার অবৈধ ডিজেল তেল, দু’টি বড় ট্যাঙ্কার, ৫০টি ড্রাম, তেল চুরির সরঞ্জাম, এবং টুলু পাম্পসহ ৫টি বালতি। ঘটনাস্থল থেকেই এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহম্মদবাজার থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই এলাকায় অবৈধ তেল পাচারের অভিযোগ উঠছিল। সেই সূত্র ধরেই গোপন সূত্রে খবর পান মহম্মদবাজার থানার আধিকারিকরা। এরপরই বিশেষ দল গঠন করে খয়রাকুড়ি গ্রামে হানা দেওয়া হয়। হঠাৎ পুলিশের উপস্থিতিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিশাল একটি ১২ চাকার ট্যাঙ্কার-এর ভিতর থেকে উদ্ধার হয় অবৈধ ডিজেল তেল।
advertisement
advertisement
পাশাপাশি প্রচুর ড্রাম ও তেল তোলার সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে তেল পাচারের রমরমা ব্যবসা চলছিল। অবৈধভাবে সংগ্রহ করা ডিজেল কোথা থেকে আসত এবং কোথায় সরবরাহ করা হত, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের সূত্র উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
advertisement
স্থানীয়দের একাংশের দাবি, রাতের অন্ধকারে প্রায়ই ভারী ট্যাঙ্কার ও ড্রামবোঝাই গাড়ি আসত এলাকায়। তবে এতদিন কেউ সাহস করে মুখ খোলেননি। পুলিশের এই পদক্ষেপে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। মহম্মদবাজার থানার এক পুলিশ আধিকারিক জানান, “এই অভিযানের মাধ্যমে একটি বড় তেল পাচার চক্রের হদিশ পাওয়া গেছে। আমরা এখনো তদন্ত চালিয়ে যাচ্ছি। আরও কেউ এই চক্রের সঙ্গে যুক্ত থাকলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
advertisement
পুলিশের এই অভিযান এখন গোটা বীরভূম জেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: রাতের অন্ধকারে আসত ড্রামবোঝাই গাড়ি! গোপন সূত্রে হানা পুলিশের, কী পাওয়া গেল জানেন? শুনলে শিউরে উঠবেন
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement