ছোট্ট এই বাচ্চাটির নাম আদ্রিক পাঁজা। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু’নম্বর ব্লকের মুকশিমপারা পঞ্চায়েতের অন্তর্গত গোবিন্দপুর এলাকার বাসিন্দা আদ্রিক। ছোট থেকেই তার স্মৃতিশক্তি বেশ ভাল। আর সেই কৃতিত্বের জেরেই এবার তার নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে।
আরও পড়ুন: পকেটই রয়েছে, বলুন তো MOBILE-এর ফুল ফর্ম কি? প্রশ্ন শুনেই ৯৯% লোকজনের চোখ কপালে, আপনি জানেন তো?
advertisement
আদ্রিকের বাবা অরূপ পাঁজা এই বিষয়ে বলেন, “৮ মিনিট ২৯ সেকেন্ডে ২৪৪ টা ইংরেজি থেকে বাংলা শব্দের মানে বলে এই সাফল্য পেয়েছে আদৃক। ২৫ তারিখ তার সমস্ত পুরস্কার বাড়ি এসে পৌঁছেছে।”
আদ্রিকের বাবা অরূপ বাবু শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন। সেই সুবাদে তিনি ছেলেকেও শিক্ষামূলক চর্চার সঙ্গে যুক্ত রাখেন। বিভিন্ন সময় ছেলেকে শেখান নানা ধরনের বিষয়বস্তু। এভাবেই দীর্ঘদিন ধরে চর্চা করতে করতে এখন আদ্রিক শতাধিক ইংরেজি শব্দের বাংলা মানে রপ্ত করে নিতে পেরেছে।
তবে বাড়িতে বেশিরভাগ নজর দিতেন আদ্রিকের মা নিপা দেবী। তিনি রীতিমত তাঁর ছেলেকে একাধিক ইংরেজি শব্দের বাংলা অর্থ বলার জন্য বাড়িতেই অনুশীলন করাতেন। ছেলের এহেন সাফল্যে তিনিও বেশ খুশি হয়েছেন। এই প্রসঙ্গে আদ্রিকের মা নিপা ঘোষ পাঁজা বলেন, “ছোট থেকেই ওর পড়াশোনার প্রতি আগ্রহ রয়েছে। যেটাই শেখায় মনে রাখতে পারে। ওর এই সাফল্যে খুবই ভাল লাগছে।”
ফল, ফুল বিভিন্ন মাস, শহর-সহ শতাধিক ইংরেজি শব্দের বাংলা মানে বলতে পারে আদ্রিক। তবে এগুলো ছাড়াও সাধারণ জ্ঞানেও তার ভাল দক্ষতা রয়েছে। পরিবারের কথায়, ছেলেকে আগামী দিনে তারা আরও ভাল জায়গায় দেখতে চান। ছোট্ট আদ্রিকের এহেন সাফল্যে বর্তমানে খুশির হাওয়া জেলা জুড়ে।
বনোয়ারীলাল চৌধুরী





