Mosquito: সন্ধ‍্যে হলেই ঝাঁকে ঝাঁকে মশার উত্‍পাতে নাজেহাল? ঘর মোছার জলে মেশান এই একটি জিনিস! একটা মশাও থাকবে না বাড়িতে

Last Updated:
Mosquito: একটি পন্থা অবলম্বন করে মশা তাড়াতে কোনও কেমিক‍্যাল তো লাগবেই না উপরন্তু বিশেষ কোনও ঝঞ্ঝাটও নেই। শুধু ঘর মোছার জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে একটি জিনিস।
1/9
গরম পড়তে না পড়তেই মশার জ্বালায় অতিষ্ট বঙ্গবাসী। কানের কাছে বিনবিনুনি আর কামড়ে কোথায় স্থির হয়ে দু'দণ্ড বসাই দায়, এমনই অবস্থা প্রচুর বাড়িতে। সন্ধ‍্যে হলেই মশার আতঙ্কে তটস্থ বেশিরভাগ সকলে।
গরম পড়তে না পড়তেই মশার জ্বালায় অতিষ্ট বঙ্গবাসী। কানের কাছে বিনবিনুনি আর কামড়ে কোথায় স্থির হয়ে দু'দণ্ড বসাই দায়, এমনই অবস্থা প্রচুর বাড়িতে। সন্ধ‍্যে হলেই মশার আতঙ্কে তটস্থ বেশিরভাগ সকলে।
advertisement
2/9
মশা তাড়ানোর অনেক পন্থাই রয়েছে। ইলেকট্রিক কয়েল বা লিক্যুইডেটর মেশিন থেকে শুরু করে মশার কয়েল। তবে লিক্যুইডেটরই হোক বা কয়েল মশা নিধনের এই সমস্ত উপায়ের মূল উপাদান হল বিভিন্ন ক্ষতিকারক কেমিক‍্যাল।
মশা তাড়ানোর অনেক পন্থাই রয়েছে। ইলেকট্রিক কয়েল বা লিক্যুইডেটর মেশিন থেকে শুরু করে মশার কয়েল। তবে লিক্যুইডেটরই হোক বা কয়েল মশা নিধনের এই সমস্ত উপায়ের মূল উপাদান হল বিভিন্ন ক্ষতিকারক কেমিক‍্যাল।
advertisement
3/9
তাই বেশিরভাগ ক্ষেত্রেই চিকিত্‍সকরা সাবধান করে থাকেন, এই কেমিক‍্যাল গুলি যাতে শরীরের বেশি ক্ষতি না করতে পারে তাই এড়িয়ে চলতে। কয়েলের গন্ধও অনেকের কাছে অত‍্যন্ত অস্বস্তিকর।
তাই বেশিরভাগ ক্ষেত্রেই চিকিত্‍সকরা সাবধান করে থাকেন, এই কেমিক‍্যাল গুলি যাতে শরীরের বেশি ক্ষতি না করতে পারে তাই এড়িয়ে চলতে। কয়েলের গন্ধও অনেকের কাছে অত‍্যন্ত অস্বস্তিকর।
advertisement
4/9
তবে একটি পন্থা অবলম্বন করে মশা তাড়াতে কোনও কেমিক‍্যাল তো লাগবেই না উপরন্তু বিশেষ কোনও ঝঞ্ঝাটও নেই। শুধু ঘর মোছার জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে একটি জিনিস।
তবে একটি পন্থা অবলম্বন করে মশা তাড়াতে কোনও কেমিক‍্যাল তো লাগবেই না উপরন্তু বিশেষ কোনও ঝঞ্ঝাটও নেই। শুধু ঘর মোছার জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে একটি জিনিস।
advertisement
5/9
ব‍্যাস, তাহলেই মশা বাবাজিরা দলবল সমেত সম্পূর্ণ ত‍্যাগ করবে আপনার বাড়ি। ধারেকাছেও আর আসবে না। কী সেই জিনিস? কীভাবে মেশাবেন? বিস্তারিত রইল এই প্রতিবেদনে।
ব‍্যাস, তাহলেই মশা বাবাজিরা দলবল সমেত সম্পূর্ণ ত‍্যাগ করবে আপনার বাড়ি। ধারেকাছেও আর আসবে না। কী সেই জিনিস? কীভাবে মেশাবেন? বিস্তারিত রইল এই প্রতিবেদনে।
advertisement
6/9
ঘর মোছা জলই হয়ে উঠবে মশা নিধনের ব্রহ্মাস্ত্র। এই জলেই মোছার আগে মিশিয়ে দিতে হবে একটি জিনিস, তাহলেই দূরে থাকবে মশা। শুধু তাই নয়, বাড়তি পাওনা মাছি বা অন‍্যান‍্য পোকারাও থাকবে দূরে।
ঘর মোছা জলই হয়ে উঠবে মশা নিধনের ব্রহ্মাস্ত্র। এই জলেই মোছার আগে মিশিয়ে দিতে হবে একটি জিনিস, তাহলেই দূরে থাকবে মশা। শুধু তাই নয়, বাড়তি পাওনা মাছি বা অন‍্যান‍্য পোকারাও থাকবে দূরে।
advertisement
7/9
রান্নাঘরে বিভিন্ন কাজে ব‍্যবহৃত সাদা ভিনিগার। এই সাদা ভিনিগার ঘর মোছার একটু মিশিয়ে নিন। এবার এই জল দিয়ে পুরো বাড়ি ভাল করে মুছুন। মশা, মাছি-সহ সমস্ত পোকামাকড় থাকবে দূরে। তবে কেবল ভিনিগারই নয়, রয়েছে আরও উপায়।
রান্নাঘরে বিভিন্ন কাজে ব‍্যবহৃত সাদা ভিনিগার। এই সাদা ভিনিগার ঘর মোছার একটু মিশিয়ে নিন। এবার এই জল দিয়ে পুরো বাড়ি ভাল করে মুছুন। মশা, মাছি-সহ সমস্ত পোকামাকড় থাকবে দূরে। তবে কেবল ভিনিগারই নয়, রয়েছে আরও উপায়।
advertisement
8/9
ঘর মোছার জলে ফোঁটা এসেনশিয়াল অয়েল মেশালেও মিলতে পারে মশার হাত থেকে মুক্তি। মশার থেকে মুক্তি পেতে আপনি ল্যাভেন্ডার, লেমনগ্রাস, পেপারমিন্ট এবং লবঙ্গের এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন। এদের গন্ধ মশা একদমই পছন্দ করে না।
ঘর মোছার জলে ফোঁটা এসেনশিয়াল অয়েল মেশালেও মিলতে পারে মশার হাত থেকে মুক্তি। মশার থেকে মুক্তি পেতে আপনি ল্যাভেন্ডার, লেমনগ্রাস, পেপারমিন্ট এবং লবঙ্গের এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন। এদের গন্ধ মশা একদমই পছন্দ করে না।
advertisement
9/9
এক্ষেত্রেও কেবল মশা নয়, সেইসঙ্গে অন‍্যান‍্য ক্ষতিকারক পোকামাকড় বাড়ি থেকে দূরে থাকবে। বাড়তি পাওনা সারাদিন ঘর থাকবে সুগন্ধিত।
এক্ষেত্রেও কেবল মশা নয়, সেইসঙ্গে অন‍্যান‍্য ক্ষতিকারক পোকামাকড় বাড়ি থেকে দূরে থাকবে। বাড়তি পাওনা সারাদিন ঘর থাকবে সুগন্ধিত। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement