Jagadhatri Puja: চন্দননগর-কৃষ্ণনগর শুধু নয়! মেদিনীপুরেও জমজমাট জগদ্ধাত্রী পুজো, জেলার সবচেয়ে বড় পুজোর উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী

Last Updated:

Jagadhatri Puja: চলতি বছর এই ক্লাবের পুজো ১৮ তম বর্ষে পদার্পণ করল। ষষ্ঠীর দিন থেকে পুজোর সূচনা হয়েছে। উদ্বোধন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

+
খঞ্চি

খঞ্চি কে এস এস এস ক্লাবের জগদ্ধাত্রী পুজো

নন্দকুমার, সৈকত শীঃ জগদ্ধাত্রী পুজোর কথা বললেই প্রথমে মাথায় আসে হুগলির চন্দননগর ও নদিয়ার কৃষ্ণনগরের নাম। রাজ্যের এই দুই শহর জগদ্ধাত্রী পুজোর জন্য ভীষণ বিখ্যাত। তবে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গাতেও অন্যান্য পুজোর মতো জগদ্ধাত্রী পুজো আয়োজিত হয়। নন্দকুমারে জেলার সবচেয়ে বড় জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়। নন্দকুমার থানার অন্তর্গত খঞ্চি এলাকার একটি ক্লাব প্রতিবছর মহা ধুমধাম করে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করে। এই এলাকায় জগদ্ধাত্রী পুজো যেন বড় উৎসব হয়ে ওঠে। বিগ বাজেটের এই জগদ্ধাত্রী পুজোয় প্রতিবছর নানা চমক থাকে। এই বছরও অন্যথা হল না।
১১৬ নম্বর জাতীয় সড়ক থেকে অনতিদূরে নন্দকুমারের খঞ্চি হাইস্কুল মাঠে বিগ বাজেটের জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেছে কে এস এস এস ক্লাব। প্রতিবছর জগদ্ধাত্রী পুজোর সময় এই ক্লাবের দিকে সাধারণ মানুষের নজর থাকে। কারণ দুর্গাপুজোর পর এই এলাকায় জগদ্ধাত্রী পুজো বড় উৎসবের আকারে পালন করা হয়। এই বছরও একইভাবে নজর কাড়ছে এই পুজো।
advertisement
আরও পড়ুনঃ ২২ হাঁড়ি, ২২ উনুনে জগদ্ধাত্রীর ভোগ! প্রসাদ নিতে ছুটে আসেন ভিন জেলার ভক্তরাও! জানুন কোন পুজোয় হয় এমন আকর্ষণীয় আয়োজন
চলতি বছর এই ক্লাবের পুজো ১৮ তম বর্ষে পদার্পণ করল। ষষ্ঠীর দিন থেকে পুজোর সূচনা হয়েছে। উদ্বোধন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সবদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের পুজোর থিম ‘উৎসব’। খঞ্চির এই বিগ বাজেট জগদ্ধাত্রী পুজোর বিষয়ে ক্লাবের সম্পাদক রাজু দাস বলেন, “খঞ্চি স্পোর্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিসের জগদ্ধাত্রী পুজো এবার ১৮ তম বর্ষে পদার্পণ করেছে। সারা বছর নানা ধরনের সমাজ সেবামূলক কাজকর্ম করা হয়।”
advertisement
advertisement
এই ক্লাবের জগদ্ধাত্রী পুজোর জন্য এলাকাবাসী মুখিয়ে থাকে। কারণ খঞ্চি স্পোর্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিসের পুজো মানেই আলাদা উৎসব। ক্লাবের সদস্যরা শুধু পুজো নিয়েই মেতে থাকেন না, স্থানীয় এলাকা সহ পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে আর্ত মানুষের পাশে দাঁড়ানো তাঁরা অন্যতম কর্তব্য বলে মনে করেন। তাই বন্যার ত্রাণ দেওয়া সহ যে কোনও ধরনের সমাজ সেবামূলক কাজে এই ক্লাব আগে থাকে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বছর এই ক্লাবের জগদ্ধাত্রী পুজোর মণ্ডপটি রাজস্থানের রাজমহলের আকৃতিতে তৈরি করা হয়েছে। মণ্ডপটির শিল্প ভাবনায় রয়েছেন বিখ্যাত মণ্ডপ শিল্পী গৌরাঙ্গ কুইল্যা। মণ্ডপের ভিতর রয়েছে সুদৃশ্য প্রতিমা। পুজোর দিনগুলিতে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান শিবির, দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ সহ একাধিক অনুষ্ঠান আয়োজন করছেন পুজো উদ্যোক্তারা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagadhatri Puja: চন্দননগর-কৃষ্ণনগর শুধু নয়! মেদিনীপুরেও জমজমাট জগদ্ধাত্রী পুজো, জেলার সবচেয়ে বড় পুজোর উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী
Next Article
advertisement
SSC: পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
  • পুরনো স্কুল শিক্ষকতায় ফিরতে চলেছেন ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ। আগামী ১ নভেম্বর থেকে তাঁদের নবম ও দশম শ্রেণির শিক্ষকতায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

VIEW MORE
advertisement
advertisement