Mobile Phone: পকেটই রয়েছে, বলুন তো MOBILE-এর ফুল ফর্ম কি? প্রশ্ন শুনেই ৯৯% লোকজনের চোখ কপালে, আপনি জানেন তো?

Last Updated:
General Knowledge: মোবাইলেরও রয়েছে ফুল ফর্ম? শুনেই হয়তো অনেকের চোখ কপালে উঠবে। তবে জানলে অবাক হবেন MOBILE কিন্তু শর্ট ফর্ম, এর একটি ফুল ফর্ম রয়েছে। তবে MOBILE অর্থে মোবাইল ফোনকে বোঝানো হচ্ছে।
1/8
ডিজিটাল দুনিয়ায় দিন দিন মোবাইল ফোনের উপর নির্ভরতা আরও বাড়ছে। সকলের সর্বক্ষণের সঙ্গী মুঠোফোন। সকালের অ‍্যালার্ম থেকে শুরু করে পছন্দের বিনোদনের খনি, একটি স্মার্টফোনকে ঘিরেই যেন আবর্তিত হয় জীবন।
ডিজিটাল দুনিয়ায় দিন দিন মোবাইল ফোনের উপর নির্ভরতা আরও বাড়ছে। সকলের সর্বক্ষণের সঙ্গী মুঠোফোন। সকালের অ‍্যালার্ম থেকে শুরু করে পছন্দের বিনোদনের খনি, একটি স্মার্টফোনকে ঘিরেই যেন আবর্তিত হয় জীবন।
advertisement
2/8
মোবাইলের উপর বেশিরভাগ প্রয়োজনের জন‍্যই নির্ভর আজকের প্রজন্ম। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, শপিং, ব্যাংকিং, গেমিং থেকে শুরু বিদ‍্যুতের বিল বা বাজার করাই হোক, দৈনন্দির জীবনের প্রতিটি প্রয়োজনের ভরসা মোবাইল ফোন।
মোবাইলের উপর বেশিরভাগ প্রয়োজনের জন‍্যই নির্ভর আজকের প্রজন্ম। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, শপিং, ব্যাংকিং, গেমিং থেকে শুরু বিদ‍্যুতের বিল বা বাজার করাই হোক, দৈনন্দির জীবনের প্রতিটি প্রয়োজনের ভরসা মোবাইল ফোন।
advertisement
3/8
তবে সর্বক্ষণের সঙ্গী এই মোবাইল সম্পর্কে এখনও অনেক তথ‍্যই বেশিরভাগ সকলের অজানা। যেমন বেশিরভাগ জনেই জানেন MOBILE শব্দটির ফুল ফর্ম বা পুরো নাম কী।
তবে সর্বক্ষণের সঙ্গী এই মোবাইল সম্পর্কে এখনও অনেক তথ‍্যই বেশিরভাগ সকলের অজানা। যেমন বেশিরভাগ জনেই জানেন MOBILE শব্দটির ফুল ফর্ম বা পুরো নাম কী।
advertisement
4/8
মোবাইলেরও রয়েছে ফুল ফর্ম? শুনেই হয়তো অনেকের চোখ কপালে উঠবে। তবে জানলে অবাক হবেন MOBILE কিন্তু শর্ট ফর্ম, এর একটি ফুল ফর্ম রয়েছে। তবে MOBILE অর্থে মোবাইল ফোনকে বোঝানো হচ্ছে।
মোবাইলেরও রয়েছে ফুল ফর্ম? শুনেই হয়তো অনেকের চোখ কপালে উঠবে। তবে জানলে অবাক হবেন MOBILE কিন্তু শর্ট ফর্ম, এর একটি ফুল ফর্ম রয়েছে। তবে MOBILE অর্থে মোবাইল ফোনকে বোঝানো হচ্ছে।
advertisement
5/8
মোবাইলের কোনও অফিসিয়াল ফুল ফর্ম নেই কারণ এটি শব্দটি সরাসরি ইংরেজি শব্দ Mobile থেকে নেওয়া হয়েছে যা একটি পোর্টেবল ইলেকট্রনিক ডিভাইসকে বোঝায়।
মোবাইলের কোনও অফিসিয়াল ফুল ফর্ম নেই কারণ এটি শব্দটি সরাসরি ইংরেজি শব্দ Mobile থেকে নেওয়া হয়েছে যা একটি পোর্টেবল ইলেকট্রনিক ডিভাইসকে বোঝায়।
advertisement
6/8
মোবাইলের মানে চলাফেরা যোগ্য বা পোর্টেবল, যা আমাদের সবসময় কোথাও না কোথাও সংযুক্ত থাকার সুবিধা দেয়। তবে, ইন্টারনেটে কিছু শর্ট ফর্ম হিসেবে MOBILE কে বিভিন্নভাবে ডিকোড করা হয়েছে।
মোবাইলের মানে চলাফেরা যোগ্য বা পোর্টেবল, যা আমাদের সবসময় কোথাও না কোথাও সংযুক্ত থাকার সুবিধা দেয়। তবে, ইন্টারনেটে কিছু শর্ট ফর্ম হিসেবে MOBILE-কে বিভিন্নভাবে ডিকোড করা হয়েছে।
advertisement
7/8
মোবাইলের ফুল ফর্ম Modified Operation Byte Integration limited energy। ১৯২০ সালে কয়েকজন জার্মানির ট্রেন অপারেটের তার ছাড়াই যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছিলেন।
মোবাইলের ফুল ফর্ম Modified Operation Byte Integration limited energy। ১৯২০ সালে কয়েকজন জার্মানির ট্রেন অপারেটের তার ছাড়াই যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছিলেন।
advertisement
8/8
মোবাইলের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, এটিই একরকম প্রথম মোবাইলের উত্‍পত্তির শিকড়। পরে ‘মোটোরোলা’ কোম্পানি ১৯৭৩ সালে প্রথম মোবাইল ফোন নিয়ে আসে।
মোবাইলের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, এটিই একরকম প্রথম মোবাইলের উত্‍পত্তির শিকড়। পরে ‘মোটোরোলা’ কোম্পানি ১৯৭৩ সালে প্রথম মোবাইল ফোন নিয়ে আসে।
advertisement
advertisement
advertisement