১১৬ নম্বর জাতীয় সড়ক থেকে অনতিদূরে নন্দকুমারের খঞ্চি হাইস্কুল মাঠে বিগ বাজেটের জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেছে কে এস এস এস ক্লাব। প্রতিবছর জগদ্ধাত্রী পুজোর সময় এই ক্লাবের দিকে সাধারণ মানুষের নজর থাকে। কারণ দুর্গাপুজোর পর এই এলাকায় জগদ্ধাত্রী পুজো বড় উৎসবের আকারে পালন করা হয়। এই বছরও একইভাবে নজর কাড়ছে এই পুজো।
advertisement
চলতি বছর এই ক্লাবের পুজো ১৮ তম বর্ষে পদার্পণ করল। ষষ্ঠীর দিন থেকে পুজোর সূচনা হয়েছে। উদ্বোধন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সবদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের পুজোর থিম ‘উৎসব’। খঞ্চির এই বিগ বাজেট জগদ্ধাত্রী পুজোর বিষয়ে ক্লাবের সম্পাদক রাজু দাস বলেন, “খঞ্চি স্পোর্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিসের জগদ্ধাত্রী পুজো এবার ১৮ তম বর্ষে পদার্পণ করেছে। সারা বছর নানা ধরনের সমাজ সেবামূলক কাজকর্ম করা হয়।”
এই ক্লাবের জগদ্ধাত্রী পুজোর জন্য এলাকাবাসী মুখিয়ে থাকে। কারণ খঞ্চি স্পোর্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিসের পুজো মানেই আলাদা উৎসব। ক্লাবের সদস্যরা শুধু পুজো নিয়েই মেতে থাকেন না, স্থানীয় এলাকা সহ পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে আর্ত মানুষের পাশে দাঁড়ানো তাঁরা অন্যতম কর্তব্য বলে মনে করেন। তাই বন্যার ত্রাণ দেওয়া সহ যে কোনও ধরনের সমাজ সেবামূলক কাজে এই ক্লাব আগে থাকে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বছর এই ক্লাবের জগদ্ধাত্রী পুজোর মণ্ডপটি রাজস্থানের রাজমহলের আকৃতিতে তৈরি করা হয়েছে। মণ্ডপটির শিল্প ভাবনায় রয়েছেন বিখ্যাত মণ্ডপ শিল্পী গৌরাঙ্গ কুইল্যা। মণ্ডপের ভিতর রয়েছে সুদৃশ্য প্রতিমা। পুজোর দিনগুলিতে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান শিবির, দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ সহ একাধিক অনুষ্ঠান আয়োজন করছেন পুজো উদ্যোক্তারা।





