এই ম্যারাথনে শুধু জেলা নয়, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দৌড়বিদরা অংশ নেন। পুরুষদের বিভাগে কোটশিলা থানার মোহনপুর গ্রামের প্রভাত গড়াই প্রথম স্থান অধিকার করেন। তিনি মাত্র ৩৬ মিনিটে ১২ কিমি ম্যারাথন দৌড় সম্পূর্ণ করেন। মহিলাদের বিভাগে প্রথম হন জয়পুরের জবারানি মাহাতো। এ বিষয়ে কোচ রামকৃষ্ণ মাহাতো বলেন, ঝালদার মত প্রত্যন্ত এলাকায় এই ধরনের ম্যারাথনের আয়োজন প্রশংসনীয়। এর ফলে আরও যুবক-যুবতীরা মাঠমুখী হবে। তাদের খেলার প্রতি আগ্রহ বাড়বে।
advertisement
এ বিষয়ে উদ্যোক্তা মুকেশ ভগত জানান, মনিশ রঞ্জন মিশ্রা স্মৃতির উদ্দেশ্যে যে ম্যারাথনের আয়োজন করা হয়েছিল তা খুবই ভালভাবে সম্পন্ন হয়। সকল অংশগ্রহণকারী নিজেদের লক্ষ্যপূরণ করেছেন। আগামীদিনে এই অনুষ্ঠান আরও বড় আকারে করা হবে। এ বিষয়ে ম্যারাথনের প্রথম স্থানাধিকারী প্রভাত গড়াই বলেন , এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তার খুবই ভাল লাগছে। আগামী দিনও যাতে এই ধরনের প্রতিযোগিতা করা হয় সেই আশাই রাখছেন তিনি।
আরও পড়ুনঃ স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে বিশেষ উদ্যোগ SFI-এর, ভগৎ সিংয়ের বাড়ি গিয়ে শ্রদ্ধা জানাল সৃজনরা
অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঝালদার পুলিশ প্রশাসন ও এলাকাবাসীদের যথেষ্টই সহযোগিতা মিলেছে। শহীদ মনিশ রঞ্জন মিশ্রার স্মৃতিতে হওয়া এই ম্যারাথনের উদ্যোগে খুশি ঝালদাবাসি। আগামি দিনে আরও বড় আকারে নেওয়া হতে পারে এই উদ্যোগ।





