জাতীয় সড়কের উপর ভাঙা কালভার্ট
দিঘা যাওয়ার রাস্তায় যান চলাচল ঘুরিয়ে দেওয়া হয়, কোলাঘাট থেকে দিঘার দিকে যাওয়া যানবাহনগুলিকে বাজকুল এবং হেঁড়িয়া থেকে এগরা দিকে ঘুরিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে দিঘা এবং কাঁথির দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এমনকি রাস্তা জুড়ে চলাচল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে ট্র্যাফিক ব্যবস্থাপনার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত, জাতীয় সড়ক কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে দ্রুত এ কাজ শুরু হয়েছে। জানা যায় এদিন রাতের মধ্যেই কাজ সম্পন্ন হবে।
advertisement
এ বিষয়ে পূর্ব মেদিনীপুরের কাঁথির মহকুমা শাসক প্রতীক অশোক ধূমাল জানান, “কালভার্ট সম্পূর্ণরূপে মেরামত করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। উপস্থিত রয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের ইঞ্জিনিয়রেরা। আশা করা যায় শনিবার রাতের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। তবে কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জাতীয় সড়ক যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে না। রবিবার সকালে পরিদর্শন ও মান পরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত রবিবার সকাল পর্যন্ত বিকল্প ঘুরপথেই দিঘায় যাওয়ার রাস্তায় যান চলাচল সচল থাকবে। তবে আশা করা যায় ১১৬ বি জাতীয় সড়কে রবিবার থেকেই যান চলাচল শুরু করা যাবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শনি রবিবার দিঘায় পর্যটকের জোয়ার নামে। আর শনিবার দুপুর থেকে ১১৬ বি জাতীয় সড়কে ক্যালভার্ট ভেঙে বিপত্তি কারণে সমস্যায় পড়েছে বহু মানুষ। জেলার সাধারণ মানুষের পাশাপাশি দিঘা যাওয়া আসার পর্যটকেরাও সমস্যায়। রবিবার ১১৬ বি জাতীয় সড়কে যান চলাচল করবে কিনা তা পরীক্ষা-নিরীক্ষার পরেই জানা যাবে। যদিও প্রশাসন থেকে আশা করা হচ্ছে রবিবার বেলার দিক থেকেই দিঘা যাওয়ার জাতীয় সড়কে যান চলাচল ছন্দে ফিরবে। সাধারণ মানুষের মতে রবিবারও ঘুরপথে যাতায়াত করতে হবে দিঘায় আসা পর্যটকদের।