Bardhaman Planetarium: ২ বছর ধরে বন্ধ! অবশেষে কি খুলতে চলেছে বর্ধমান তারামণ্ডল, মন ভাল করা আপডেটে আশার আলো দেখছেন অনেকে
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
Bardhaman Planetarium: এক পড়ুয়া বলেন, তিন বছর আগেও পড়ুয়াদের ভিড় উপচে পড়ত। বাইরে থেকেও অনেকে আসতেন প্রদর্শনী দেখতে। তবে দীর্ঘদিন ধরে এই তারামণ্ডল বন্ধ হয়ে পড়ে রয়েছে। তাই প্রদর্শনী দেখতে এসে অনেকে হতাশ হয়ে ফিরে যান।
advertisement
1/6

দীর্ঘদিন বন্ধ থাকার পর কি অবশেষে খুলতে চলেছে বর্ধমানের তারামণ্ডল? শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমার সহ অন্যান্য আধিকারিকরা তারামণ্ডল পরিদর্শনের পর আশার আলো দেখছেন পড়ুয়ারা ও শহরবাসীরা। (ছবি ও তথ্যঃ সায়নী সরকার)
advertisement
2/6
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, মহাকাশ বিজ্ঞান নিয়ে চর্চা করতে ১৯৯৪ সালে তারামণ্ডলটি চালু হয়। দুপুর ১২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এক ঘণ্টা অন্তর প্রদর্শনী চলত। কিন্তু গত দু’বছর আগে থ্রি-ডি মেশিনটি বিকল হয়ে যায়। তারপর থেকেই প্রদর্শনী বন্ধ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ছাত্রছাত্রীরা এসে হতাশ হয়ে ফিরে যান। সেই সঙ্গেই তারামণ্ডলে এসে ফিরে যান বহু পর্যটকও।
advertisement
3/6
ইতিমধ্যে শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমার সহ অন্যান্য আধিকারিকরা তারামণ্ডল পরিদর্শন করেন। ভিসি, রেজিস্ট্রার সহ বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরাও তাঁদের সঙ্গে ছিলেন। থ্রি-ডি মেশিনটি যে ঘরে রয়েছে সেটিও পরিদর্শন করেন তাঁরা। সমস্যার সমাধানে প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
advertisement
4/6
জাপানে তৈরি এই থ্রি-ডি মেশিনটি সচল করতে খরচ প্রায় এক কোটি টাকা। টাকা বরাদ্দ না হওয়ায় মেশিনটি চালু করা যায়নি। সেটি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা যায়। তাতেই আশার আলো দেখছেন পড়ুয়ারা ও পর্যটকরা।
advertisement
5/6
এক পড়ুয়া বলেন, দীর্ঘদিন ধরেই বন্ধ তারামণ্ডল। এত দামি মেশিন দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। এটি আগে খোলার উদ্যোগ নেওয়া উচিত ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
advertisement
6/6
অন্য এক পড়ুয়া বলেন, তিন বছর আগেও পড়ুয়াদের ভিড় উপচে পড়ত। বাইরে থেকেও অনেকে আসতেন প্রদর্শনী দেখতে। তবে দীর্ঘদিন ধরে এই তারামণ্ডল বন্ধ হয়ে পড়ে রয়েছে। বড়দের পাশাপাশি তারামণ্ডলের প্রদর্শনী দেখতে অনেক ছোটরাও আসে, কিন্তু হতাশ হয়ে ফিরে যেতে হয়। (ছবি ও তথ্যঃ সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bardhaman Planetarium: ২ বছর ধরে বন্ধ! অবশেষে কি খুলতে চলেছে বর্ধমান তারামণ্ডল, মন ভাল করা আপডেটে আশার আলো দেখছেন অনেকে