Weekend Trip: বাংলার বুকে একটুকরো প্যারিস! মনোরম পরিবেশ, 'আইফেল টাওয়ার', সঙ্গীর মন গলাতে সপ্তাহান্তে অবশ্যই ঢুঁ মারুন 'এই' পার্কে

Last Updated:

এ যেন বাংলার বুকে একটুকরো প্যারিস। প্যারিসের আইফেল টাওয়ারের আদলে তৈরি করা হয়েছে উঁচু টাওয়ার। তার‌ই নিচ দিয়ে বয়ে গেছে যেন নদী আর সেই নদীর ওপরে রয়েছে একাধিক ব্রিজ।

+
মালদহের

মালদহের নিত্যানন্দপুরের দিলালপুর এলাকার পার্কে আইফেল টাওয়ার

মালদহ, জিএম মোমিন: প্যারিসের আইফেল টাওয়ার, নদীর ওপর একাধিক ব্রিজ দেখেছেন কি? না দেখে থাকলে অবশ্যই আসতে হবে মালদহের এই জায়গায়। এ যেন মালদহে একটুকরো প্যারিস। প্যারিসের আইফেল টাওয়ারের আদলে তৈরি করা হয়েছে উঁচু টাওয়ার। তার‌ই নিচ দিয়ে বয়ে গেছে যেন নদী আর সেই নদীর ওপরে রয়েছে একাধিক ব্রিজ। মালদহের এই পার্কে আসলে অনুভূতি মিলবে প্যারিসের।
শুধু তাই নয়, এই পার্কে রয়েছে দেশ-বিদেশের শতাধিক প্রজাতির পাখি। পাশাপাশি পার্কে ঘুরতে আসা ভ্রমণকারীদের জন্য তৈরি করা হয়েছে বসার মতো মনোরম পরিবেশ। রয়েছে ট্রি হাউস, রেস্তোরাঁ ও ঝিলে বোটিং এর ব্যবস্থা। মালদহের নিত্যানন্দপুরের দিলালপুর এলাকায় অবস্থিত এই পার্কে মনোরম পরিবেশ কাটাতে ভিড় জমছে পর্যটকদের।
advertisement
advertisement
মালদহের ওই পার্ক কর্তৃপক্ষ জ্যোতিষ চন্দ্র বিশ্বাস জানান, “প্রায় তিন একর এলাকা জুড়ে রয়েছে এই পার্কটি। এখানে জঙ্গলের মতো মনোরম পরিবেশ দিতে শতাধিক বড় বড় গাছ রয়েছে ও পর্যটকদের একান্ত সময় কাটানোর জন্য কাপলস ট্রি হাউস রয়েছে। পাশাপাশি পর্যটকদের আকর্ষণের জন্য প্যারিসের আইফেল টাওয়ারের আদলে একটি উঁচু টাওয়ার তৈরি করা হয়েছে। সন্ধ্যা নামলেই পার্কের সৌন্দর্য মনোরম পরিবেশ কাটাতে ভিড় জমে পর্যটকদের।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একাধিক রকম মনোরম পরিবেশ যুক্ত এই পার্ক যেন এক টুকরো স্বর্গরাজ্য। জেলাবাসীদের সপ্তাহান্তে ছুটি কাটানোর অন্যতম মনোরম পরিবেশ হয়ে দাঁড়িয়েছে মালদহের শহরের গা ঘেঁষা গ্রামের এই পার্ক। গ্রাম্য এলাকায় হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন এই পার্কে ভিড় বাড়ে পর্যটকদের।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Trip: বাংলার বুকে একটুকরো প্যারিস! মনোরম পরিবেশ, 'আইফেল টাওয়ার', সঙ্গীর মন গলাতে সপ্তাহান্তে অবশ্যই ঢুঁ মারুন 'এই' পার্কে
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement