বৃষ্টি না হলে খরা মরশুমে বরখান গাজীর পূজা করলে বৃষ্টি নামে এলাকায়। গবাদী পশু এবং মানুষের বিভিন্ন রোগব্যাধি সারাতে সুন্দরবনের বিভিন্ন এলাকার মানুষজন শরনাপন্ন হন তাঁর কাছে। বরখান গাজীকে জাগ্রত পীর মানা হয় এলাকায়। এই বিশ্বাসে তাঁর পূজা করেন স্থানীয়রা। জীবদ্দশায় অনেক যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি।
আরও পড়ুনঃ কৃষক যুবকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হঠাৎই ঢুকল কোটি কোটি টাকা! অঙ্ক শুনলে ভিড়মি খাবেন আপনিও!
advertisement
সেজন্য তাঁর সাথে আছে ঘোড়ার যোগ। আর ঠিক সেকারণেই বরখান গাজীর পূজা উপলক্ষে আয়োজন করা হয় ঘোড়াছুট। যা দেখতে হাজার হাজার মানষ ভিড় করেন মেলা প্রাঙ্গণে। দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুরেও এই পীর বরখান গাজী পূজিত হন উভয় সম্প্রদায়ের মানুষজনের দ্বারা।
আরও পড়ুনঃ যাত্রী পরিষেবায় রেকর্ড কলকাতা বিমানবন্দরের
এই উপলক্ষে সেখানেও আয়োজন করা হয় ঘোড়া ছুটের মেলা। এই মেলাও পরিচালনা করেন নুরুল হক দর্জি ও মনোরঞ্জন হালদার। সুন্দরবনের এই লৌকিক দেবতার পূজা আজও মিলিয়ে দেয় সকল সম্প্রদায়ের মানুষজনকে। হাজার হাজার মানুষের বিশ্বাস ও সম্প্রীতির মেলবন্ধনে দৃঢ় হয় ঐক্য, গড়ে ওঠে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির।
Nawab Mallick