North 24 Parganas: যাত্রী পরিষেবায় রেকর্ড কলকাতা বিমানবন্দরের

Last Updated:

আবারও নতুন রেকর্ড গড়লো কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর। অনেকটা যেন শেয়ার বাজারের মত চড়াই উতরাই।

উত্তর ২৪ পরগনা: আবারও নতুন রেকর্ড গড়লো কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর। অনেকটা যেন শেয়ার বাজারের মত চড়াই উতরাই। গত দু বছর কোভিডের জন্য কখনও যাত্রী সংখ্যা কমে তলানিতে নেমেছে, আবার কখনও যাত্রী সংখ্যা বেড়ে শিখরে পৌঁছেছে। তবে চলতি মাসের ২২ মে যাত্রী পরিষেবায় নতুন রেকর্ড গড়েছে এই কলকাতা নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর। ওই দিন প্রায় ৫৯ হাজার বিমান যাত্রীদের পরীষেবা দিয়েছে কলকাতা। পাশাপাশি, অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক মিলিয়ে প্রায় চারশোর বেশি যাত্রীবাহী বিমান ওঠানামা করেছে ওই দিন। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, ২২ তারিখ মোট ৩৭০ টি দেশীয় উড়ান কলকাতায় ওঠানামা করে। তাতে যাত্রীর সংখ্যা ছিল ৫৪ হাজার। আবার ৩৮ টি আন্তর্জাতিক বিমানে পাঁচ হাজারের বেশি যাত্রী আসা যাওয়া করেছে।
সব মিলিয়ে যাত্রী সংখ্যা প্রায় ৬০ হাজারের দোড় গোড়ায় পৌঁছেছে। যা গত দু-আড়াই বছরে রেকর্ড বলে মনে করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। পাশাপাশি কার্গো ফ্লাইটের সংখ্যাও বাড়ছে বলে জানা গিয়েছে। সম্প্রতি কলকাতার মাটিতে নেমেছিল বেলুগা এয়ারবাস। যা বিশ্বের সবচেয়ে বড় কার্গো বিমান।
আরও পড়ুনঃ কলকাতার ময়দানে দাপাতে এবার তৈরি মতুয়া ফুটবল টিম
গোটা বিশ্বে এমন এয়ারবাস মাত্র পাঁচটি আছে। এই বিমানটি ৪৭ হাজার কেজি মাল পরিবহনের ক্ষমতা রাখে। মন্দা ভাব কাটিয়ে এভাবে ধিরে ধিরে স্বাভাবিক ছন্দে ফেরায় উচ্ছ্বসিত কলকাতা বিমানবন্দরের অধিকর্তা থেকে শুরু করে সমস্ত কর্মী বৃন্দ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ প্লাস্টিক মুক্ত শহর গড়ে উঠবে বনগাঁ, উদ্যোগী প্রশাসন
কলকাতা বিমানবন্দরের এক কর্তা জানান, ‘গত বছর দুর্গাপুজোর সময় যাত্রী সংখ্যা বেশ বেড়েছিল। কিন্তু তারপর করোনার নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রনের দাপট শুরু হওয়ায় ধিরে ধিরে যাত্রী সংখ্যা কমেছিল। আবার নতুন বছর থেকে একটু একটু করে যাত্রী সংখ্যা বাড়ায় আমরা খুশি।‘
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: যাত্রী পরিষেবায় রেকর্ড কলকাতা বিমানবন্দরের
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement